Manoj Tiwari

‘সিনিয়র ক্রিকেটার’, ‘দাদা’ তেজস্বীর সঙ্গে দেখা করলেন মনোজ তিওয়ারি

তেজস্বী যাদবের সঙ্গে সোমবার দেখা করলেন মনোজ তিওয়ারি। সেই ছবি টুইটারে পোস্ট করে মনোজ লেখেন, রাজনৈতিক নেতা হিসেবে নয়, সিনিয়র ক্রিকেটার হিসেবে তেজস্বীর সঙ্গে দেখা করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ২০:২৪
Share:

ছবি টুইটার

তেজস্বী যাদবের সঙ্গে সোমবার দেখা করলেন মনোজ তিওয়ারি। সেই ছবি টুইটারে পোস্ট করে মনোজ লেখেন, রাজনৈতিক নেতা হিসেবে নয়, সিনিয়র ক্রিকেটার হিসেবে তেজস্বীর সঙ্গে দেখা করেন তিনি।

Advertisement

সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মনোজ টুইটারে লেখেন, ‘রাজনৈতিক নেতা তেজস্বী নয়, একজন সিনিয়র ক্রিকেটার এবং দাদা হিসেবে ওর সঙ্গে দেখা করলাম। আমার বরাবরই মনে হয়েছে, ক্রিকেটে সফল হওয়ার মতো প্রতিভা ওর ছিল। কিন্তু ওপরওলার ওর জন্য অন্য পরিকল্পনা ছিল। একজন দুর্দান্ত নেতা আমরা পেতে চলেছি।’’

রবিবার কলকাতায় আসেন আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রথমে মনে করা হয়েছিল তিনি সেদিন ব্রিগেডে বাম-কংগ্রেসের যৌথ সমাবেশে থাকবেন। কিন্তু সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন লালুপুত্র। তৃণমূলের সঙ্গে থাকার কথা ঘোষণা করে শেষে তেজস্বী বলেন, ‘‘মমতাদিদি লড়ছেন মানে আমি লড়ছি। তাই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement