(বাঁ দিকে) যশস্বী জয়সওয়াল। স্যাম কনস্টাস (ডান দিকে)। —ফাইল চিত্র।
সবে নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি। তার মাঝেই ভারতীয় দলের আক্রমণের কেন্দ্রে ১৯ বছরের স্যাম কনস্টাস। সিডনিতে দ্বিতীয় দিনও স্লেজিংয়ের (কথা বলে উত্ত্যক্ত করা) মুখে পড়তে হল তাঁকে। কনস্টাসকে হিন্দিতে স্লেজ করলেন যশস্বী জয়সওয়াল। কী বললেন তিনি?
কনস্টাস তখন ব্যাট করছিলেন। যশস্বী বার বার তাঁর কাছে গিয়ে কিছু একটা বলছিলেন। এক বার স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ল তাঁর কথা। যশস্বী বলছিলেন, “তুমি কি কোনও শট খুঁজে পাচ্ছ না? কনস্টাস, কোনও শট মারতে পারছ না কেন?” তবে পুরোটাই হিন্দিতে বলছিলেন তিনি। ফলে কনস্টাসও বুঝতে পারেননি তিনি কী বলছেন। অবাক হয়ে তাকিয়ে ছিলেন অস্ট্রেলীয় ব্যাটার।
সিডনিতে প্রথম ইনিংসে ৩৮ বলে ২৩ রান করেছেন কনস্টাস। ৬০-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। মহম্মদ সিরাজের বলে তাঁর ক্যাচ ধরেন সেই যশস্বীই। কনস্টাসকে আউট করার পর ভারতীয় দলের উল্লাস বলে দিচ্ছিল, সেই উইকেটের গুরুত্ব কতটা।
মেলবোর্নে অভিষেক ইনিংসে ৬৫ বলে ৬০ রান করেছিলেন কনস্টাস। ওপেন করতে নেমে আক্রমণাত্মক ব্যাট করেন তিনি। জসপ্রীত বুমরাহের এক ওভারে নেন ১৮ রান। বুমরাহের মতো বোলারকে অবলীলায় ‘র্যাম্প’ ও ‘স্কুপ’ শট খেলছিলেন কনস্টাস। তাঁর এই মনোভাব পছন্দ করেননি বুমরাহ। সেই কারণে সিডনিতে প্রথম দিনের শেষ বলে উসমান খোয়াজাকে আউট করে কনস্টাসের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি। আরও এক বার ভারতীয় দলের আক্রমণের মুখে পড়লেন কনস্টাস।