Ranji Trophy 2024-25

গম্ভীরের কড়া দাওয়াইয়ে কাজ, রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বীও, বুধবার যোগ দেবেন মুম্বইয়ের অনুশীলনে

পর পর দুই টেস্ট সিরিজ়ে ভরাডুবি। ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছেন গম্ভীর। টানা ব্যর্থতা সহজ ভাবে নিচ্ছেন না কর্তারাও। তাতেই জাতীয় দলের ক্রিকেটারেরা একে একে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২১:৫৬
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা জানালেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা মুম্বইয়ের অনুশীলনে যোগ দেওয়ার পর ভারতীয় দলের তরুণ ওপেনারও ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কড়া অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। পরিস্থিতি বুঝে ফর্মে না থাকা রোহিত মুম্বইয়ের অনুশীলনে যোগ দিয়েছেন। এ বার রঞ্জি ট্রফি খেলার কথা জানালেন যশস্বীও। মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চান। কোচ ওমকার সালভির সঙ্গেও কথা বলেছেন তিনি। বুধবার থেকে অনুশীলনে যোগ দেবেন বলেও জানিয়েছেন। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে ম্যাচ। এনসিএ জানিয়েছে, ‘‘কোচকে যশস্বী জানিয়েছে, রঞ্জি ট্রফির পরের ম্যাচে খেলতে চায়। নির্বাচক কমিটি কয়েক দিনের মধ্যে দল নির্বাচন করবে। নির্বাচকেরাই ঠিক করবেন যশস্বী দলে থাকবে কিনা।’’

অস্ট্রেলিয়া সফরে যশস্বী একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন। বাকি ইনিংসগুলিতে রান পাননি। ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না তরুণ ওপেনার। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের দলে নেই যশস্বী। সম্ভবত সে কারণে ভারতীয় দলের কোচ এবং বোর্ড কর্তাদের মনোভাব বুঝে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। অজিঙ্ক রাহানেদের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও রোহিত অবশ্য এখনও রঞ্জি ট্রফিতে খেলতে ইচ্ছুক কিনা, তা জানাননি এমসিএ কর্তাদের।

Advertisement

অন্য দিকে, শুভমন গিলও পঞ্জাবের হয়ে রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লিও প্রাথমিক দলে রেখেছে বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং হর্ষিত রানাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement