গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে। গত শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা তা বিবেচনা করা হবে। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকবে।
স্যালাইন-কাণ্ডে সিআইডির তদন্ত কোন পথে এগোচ্ছে
প্রসূতি মৃত্যু, নিম্ন মানের স্যালাইন ব্যবহারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি। মঙ্গলবারই সিআইডির প্রতিনিধি দল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ঘুরে গিয়েছে। জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের জিজ্ঞাসা করেন সিআইডি আধিকারিকেরা। পাশাপাশি, চার জন নার্সের সঙ্গেও কথা বলেন তাঁরা। একই সঙ্গে মেদিনীপুর মেডিক্যালের সুপার জয়ন্ত রাউতকেও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পর সিআইডি দলের সদস্যেরা বেশ কিছু নথি সঙ্গে করে নিয়ে গিয়েছেন। হাসপাতালের রস্টার, লগবুক, রিঙ্গার্স ল্যাকটেট (আরএল)-এর ব্যাচ নম্বর খতিয়ে দেখা হয় বলেও খবর। আজ সিআইডি তদন্ত কোন পথে এগোয়, নজর থাকবে সে দিকে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বাঘাযতীনে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ কত দূর এগোল
গতকাল দুপুরে আচমকাই হেলে পড়ে বাঘাযতীনের একটি ফ্ল্যাটবাড়ি। সন্ধ্যা গড়াতেই সেই ফ্ল্যাট ভাঙার কাজ শুরু হয়। আজ সেই ভাঙার কাজ কতটা এগোল, নজর থাকবে সে দিকে। ইতিমধ্যেই বাঘাযতীনের ওই ফ্ল্যাটটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ‘শুভ অ্যাপার্টমেন্ট’ নামের ওই ফ্ল্যাটবাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা। অভিযোগ, সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। আজ এই বিতর্কের দিকেও নজর থাকবে।
আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের বিদায়ী ভাষণ
হোয়াইট হাউস ছাড়ার সময় এগিয়ে আসছে প্রেসিডেন্ট জো বাইডেনের। আর পাঁচ দিন পরেই আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে আজ হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বিদায়ী বক্তৃতা করবেন বাইডেন। আজ বেশি রাতের দিকে জাতির উদ্দেশে বাইডেনের বিদায়ী ভাষণ সম্প্রচারিত হবে। আজ বিদায়ী ভাষণে কোন কোন বিষয় উঠে আসে বাইডেনের মুখে, সে দিকে নজর থাকবে।
কনকনে শীতের দেখা কবে মিলবে বাংলায়
শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনে রাজ্যে তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারদপতন হতে পারে। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হয়েছে। সেই কারণেই বাধা পড়ছে শীতে। আপাতত বঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।