যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
পার্থ টেস্টে সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। তাঁর আরও একটি নজিরের পিছনে ছুটছেন যশস্বী জয়সওয়াল। বর্ডার-গাওস্কর ট্রফিতেই সচিনের একটি রেকর্ড ভেঙে দিতে পারেন তরুণ ওপেনার।
২০১০ সালে টেস্ট ক্রিকেটে সচিন করেছিলেন ১৫৬২ রান। সে বছর ১৪টি টেস্টের ২৩টি ইনিংসে সচিনের গড় ছিল ৭৮.১০। এক ক্যালেন্ডার বছরে ভারতের কোনও ক্রিকেটারের টেস্টে সবচেয়ে বেশি রান সচিনের ১৫৬২। ১৪ বছর ধরে অক্ষত রয়েছে এই নজির।
যশস্বীর সামনে এ বার সুযোগ রয়েছে সচিনের রেকর্ড ভাঙার। এখনও পর্যন্ত ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে যশস্বী তিনটি শতরান এবং সাতটি অর্ধশতরান-সহ করেছেন ১২৮০ রান। তাঁর গড় ৫৮.১৮। ডিসেম্বরে আরও তিনটি টেস্ট খেলার সুযোগ পাবেন তরুণ ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তিনটি টেস্টে তাঁকে করতে হবে ২৮৩ রান। তা হলেই সচিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বেন যশস্বী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পার্থের ২২ গজে ১৬১ রানের ইনিংস এসেছে যশস্বীর ব্যাট থেকে। ফর্মে থাকা ব্যাটার বছরের বাকি তিনটি ম্যাচে ২৮৩ রান করে ফেলতেই পারেন। তা হলে তিনিই হবেন এক ক্যালেন্ডার বছরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটার।
এক ক্যালেন্ডার বছরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের মহম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালে ১১টি টেস্টের ১৯টি ইনিংসে ৯৯.৩৩ গড়ে ১৭৮৮ রান করেছিলেন ইউসুফ।