বিরাট কোহলি। —ফাইল চিত্র।
বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর সামনে এখন ডন ব্র্যাডম্যানের ৭৬ বছরের রেকর্ড ভাঙার সুযোগ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ে ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিতেও পারেন তিনি।
পার্থ টেস্টে শতরান অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির দশম। সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৪৩তম ম্যাচে ১০ নম্বর শতরান করেছেন কোহলি। তিনি টপকে গিয়েছেন সচিন এবং জ্যাক হবসকে। সচিন শ্রীলঙ্কার মাটিতে ন’টি শতরান করেছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হবসও অস্ট্রেলিয়ার মাটিতে করেছিলেন ন’টি টেস্ট শতরান। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি শতরান করার নজির পার্থেই গড়েছেন কোহলি।
কোনও নির্দিষ্ট দেশের মাটিতে কোনও বিদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি শতরানের রেকর্ড রয়েছে ব্র্যাডম্যানের দখলে। ১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ইংল্যান্ডের মাটিতে ১৯টি ম্যাচের ৩০টি ইনিংসে ১১টি শতরান করেছিলেন ব্র্যাডম্যান। গত ৭৬ বছর ধরে অক্ষত রয়েছে তাঁর এই কীর্তি। এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে কোহলি আর একটি শতরান করতে পারলে ছুঁয়ে ফেলবেন ব্র্যাডম্যানের সেই রেকর্ড। আর দু’টি শতরান করতে পারলে ব্র্যাডম্যানের রেকর্ড কোহলি ভেঙে দেবেন ডনের দেশেই।
ব্র্যাডম্যানের ১১টি শতরানই টেস্ট ক্রিকেটে। সে সময় এক দিনের ক্রিকেট শুরু হয়নি। এখনও পর্যন্ত কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি টেস্ট খেলে সাতটি শতরান করেছেন। ১৮টি এক দিনের ম্যাচে করেছেন তিনটি শতরান। ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়ার মাটিতে শতরান নেই তাঁর। অর্থাৎ, টেস্ট এবং এক দিনের ক্রিকেট মিলিয়ে কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ১০টি শতরান করেছেন।