IPL 2025

অনুশীলনে গুকেশের সঙ্গে দেখা অশ্বিনের, আইপিএলের প্রস্তুতির ফাঁকে খেলে নিলেন দাবাও

মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি নিচ্ছেন চেন্নাইয়ের রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সঙ্গে দেখা করতে এলেন ডি গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু অশ্বিনকে সামনে পেয়ে যেমন আপ্লুত, তেমনই মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পেরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:৩৪
Share:
cricket

গুকেশকে (বাঁ দিকে) জার্সি তুলে দিলেন অশ্বিন। ছবি: সমাজমাধ্যম।

মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে চিদম্বরম স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছেন চেন্নাইয়ের রবিচন্দ্রন অশ্বিন। অনুশীলনের ফাঁকে তাঁর সঙ্গে দেখা করতে এলেন ডি গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু অশ্বিনকে সামনে পেয়ে যেমন আপ্লুত, তেমনই মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পেরে। ক্রিকেটারদের অনুশীলন দেখার সুযোগও হয়েছে তাঁর। পরে তাঁকে চেন্নাইয়ের জার্সিও তুলে দেওয়া হয়।

Advertisement

২০১৫ সালের পর আবার চেন্নাইয়ের জার্সিতে খেলবেন অশ্বিন। এ দিন চেন্নাইয়ের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে গুকেশকে ধীর পায়ে স্টেডিয়ামে ঢুকতে দেখা গিয়েছে। সেখানে হাজির ছিলেন অশ্বিন। তিনি গুকেশের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। দুই তারকাকে প্রাণ খুলে হাসতেও দেখা যায়। এর পর তামিলে গুকেশকে অশ্বিন বলেন, “তোমার খেলা আমার দারুণ লাগে।”

গুকেশের হাতে চেন্নাইয়ের জার্সি তুলে দেন অশ্বিন। এর পর মাঠের ধাসে একটি জায়গায় দু’জনে মিলে দাবা খেলেন। দাবার বোর্ডে সই করে গুকেশের হাতে তুলে দেন অশ্বিন।

Advertisement

ভারতের তরুণতম গ্র্যান্ডমাস্টার গুকেশ। মাত্র ১৭ দিনের জন্য বিশ্বের তরুণতম গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। তবে তরুণতম দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জিতেছেন। দাবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে টানা ৩৬ বছর ভারতীয়দের মধ্যে সবার উপরে ছিলেন বিশ্বনাথন আনন্দ। সেই জায়গা থেকে আনন্দকে সরান গুকেশই।

অতীতে এক সাক্ষাৎকারে গুকেশ জানিয়েছেন, ছোটবেলায় তাঁর প্রিয় খেলোয়াড় ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে এখন তাঁর চোখে সেরা নোভাক জোকোভিচ। খেলার প্রতি দু’জনের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রম ভাল লাগে গুকেশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement