Yuzvendra-Dhanashree Divorce

বিবাহবিচ্ছেদের কারণ কি চহলের অন্য সম্পর্ক, ভিডিয়োয় কী ইঙ্গিত ধনশ্রীর?

২০২০ সালের ডিসেম্বরে চহলের সঙ্গে বিয়ে হয়েছিল ধনশ্রীর। কিন্তু তাঁদের সম্পর্ক খুব বেশি দিনের জন্য টেকেনি। ২০২২ সালের জুন মাস থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৩:২৯
Share:
Dhanashree and Chahal

(বাঁ দিকে) যুজবেন্দ্র চহল। ধনশ্রী বর্মা (ডান দিকে। ছবি: সংগৃহীত।

যুজবেন্দ্র চহলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ধনশ্রী বর্মার। বৃহস্পতিবার কোর্টে গিয়ে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া শেষ করেন তাঁরা। তার পরেই ধনশ্রী একটি পোস্ট করেছেন। তিনি একটি মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করেছেন। সেটাই পোস্ট করেছেন ধনশ্রী। যে মিউজ়িক ভিডিয়োটির বিষয় স্বামীর পরকীয়া এবং গার্হস্থ্য হিংসা। এই ভিডিয়োর মাধ্যমে কি নিজের প্রাক্তন সম্পর্কের কথা তুলে ধরেছেন ধনশ্রী?

Advertisement

‘দেখা জি দেখা ম্যায়নে’ নামক ওই মিউজ়িক ভিডিয়োয় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ধনশ্রী। সেখানে অভিনয় করেছেন ইশাক সিংহও। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে সেই ভিডিয়োটি। সেখানে দেখা যাচ্ছে ধনশ্রী অভিনীত চরিত্রটির স্বামীর অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, যা দেখে ফেলেছেন ধনশ্রী। বিভিন্ন সময় তাঁর উপর হাত তোলা হয়েছে। মিউজ়িক ভিডিয়োটিতে ধনশ্রীকে চড় মেরেছেন তাঁর স্বামী। মাথা ঠুকে দেওয়া হয়েছে আয়নায়। শেষ পর্যন্ত মঙ্গলসূত্র খুলে ব্যাগ গুছিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ধনশ্রী। গানের একটি লাইনে বলা হয়েছে, প্রিয়জনকে অন্যের বিছানায় শুতে দেখেছি। বিবাহবিচ্ছেদের পরেই এমন একটি মিউজ়িক ভিডিয়ো প্রকাশ্যে আসায় আবার চর্চায় চহল এবং ধনশ্রীর সম্পর্ক।

২০২০ সালের ডিসেম্বরে চহলের সঙ্গে বিয়ে হয়েছিল ধনশ্রীর। কিন্তু তাঁদের সম্পর্ক খুব বেশি দিনের জন্য টেকেনি। ২০২২ সালের জুন মাস থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। যদিও সমাজমাধ্যমে চহলের জন্মদিনে গত বছরও পোস্ট করেছিলেন ধনশ্রী। সেই ছবি এখনও তাঁর সমাজমাধ্যমের পাতায় জ্বলজ্বল করছে। সম্পর্ক ভেঙে গেলেও ছবি রেখে দিয়েছেন ধনশ্রী। যদিও তাঁদের বিবাহবিচ্ছেদের কথা জানাজানি হওয়ার সময় ছবিগুলি দেখা যাচ্ছিল না।

Advertisement

এই বছর ৫ ফেব্রুয়ারি চহল এবং ধনশ্রী বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন। দু’পক্ষই বিবাহবিচ্ছেদ চেয়েছিল। আইন অনুযায়ী, তাঁদের ছ’মাসের জন্য আলাদা থাকতে হত। তার পর আবার কোর্টে হাজিরা দিয়ে জানাতে হত, তাঁরা কী চাইছেন। কিন্তু চহলদের ক্ষেত্রে তা হয়নি। যে হেতু তাঁরা গত আড়াই বছর ধরে আলাদা থাকছেন, তাই আরও ছ’মাস আলাদা থাকতে হয়নি তাঁদের। আইপিএল শুরুর দু’দিন আগেই চহলের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ হয়। এই বছর পঞ্জাব কিংসের হয়ে খেলবেন তিনি।

চহল এবং ধনশ্রী, দুই পক্ষই বিবাহবিচ্ছেদ চাওয়ার পর ধনশ্রীকে খোরপোশ হিসেবে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু চহল বুধবার পর্যন্ত পুরোটা দেননি বলেই জানা গিয়েছিল। আদালত সেটা ভাল ভাবে নেয়নি। তার পরেই বম্বে হাই কোর্ট পরিবার আদালতকে নির্দেশ দেয় বৃহস্পতিবারের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে। সামনে আইপিএল থাকায় তাড়াতাড়ি বিষয়টি মিটিয়ে ফেলতে বলা হয়। সেই প্রক্রিয়াই বৃহস্পতিবার সম্পূর্ণ হল। কোর্টে উপস্থিত ছিলেন ধনশ্রী এবং চহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement