La Liga 2024-25

খেলতে রাজিই ছিল না বার্সেলোনা, তাতেও ৩-০ গোলে জয় লেওয়ানডস্কিদের

পর পর ম্যাচ খেলতে হচ্ছে বলে অভিযোগ ছিল বার্সেলোনার। কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাধ্য হয়েই খেলতে নেমেছিল তারা। সেই ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে ৩-০ গোলে জেতে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৩:৪৬
Share:
Robert Lewandowski

রবার্ট লেয়নডস্কি। ছবি: রয়টার্স।

লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে বৃহস্পতিবার খেলতে রাজি ছিল না বার্সেলোনা। পর পর ম্যাচ খেলতে হচ্ছে বলে অভিযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাধ্য হয়েই খেলতে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে ৩-০ গোলে জেতে তারা।

Advertisement

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯টি ম্যাচে অপরাজিত বার্সেলোনা। বৃহস্পতিবার প্রথমার্ধে ফেরান তোরেস এবং দানি ওলমো গোল করেছিলেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বৃদ্ধি করেন রবার্ট লেওয়ানডস্কি। বৃহস্পতিবার খেলেননি রাফিনহা। দেশের হয়ে খেলতে গিয়েছেন তিনি। ম্যাচে চোট পেয়েছেন দানি।

ওসাসুনার বিরুদ্ধে জিতে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, “তিন পয়েন্ট পেলেও দানি চোট পেয়েছে। জানি না কত দিন খেলতে পারবে না ও। যদি আগামী দু’তিন সপ্তাহ খেলতে না পারে, তা হলে অনেকগুলো ম্যাচে পাওয়া যাবে না ওকে।”

Advertisement

ওসাসুনার বিরুদ্ধে ম্যাচটি ৮ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু সে দিন বার্সেলোনা দলের চিকিৎসক মারা গিয়েছিলেন। সেই জন্য ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। প্রথম থেকেই ম্যাচে দাপট ছিল বার্সেলোনার। ১১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তোরেস। ২১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন দানি। লেওয়ানডস্কি গোল করেন ৭৭ মিনিটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement