Asia Cup 2023

শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কি রবিবার খেলা হবে? কী কী নিয়ম থাকছে এই ম্যাচে?

শনিবার খেলা শ্রীলঙ্কার ক্যান্ডিতে। সেই শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯৪ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় যদি দু’টি দল অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পায়, তবেই ম্যাচের ফলাফল হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৪
Share:

বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচে। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান ম্যাচের সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদি সত্যিই বৃষ্টি হয়, তা হলে এই ম্যাচ কি আবার খেলা হবে? কী বলছে এশিয়া কাপের নিয়ম? গ্রুপ এ-র ম্যাচটি জিতলে পাকিস্তানের সুপার ফোরে ওঠা পাকা। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারতের পরের ম্যাচের দিকে।

Advertisement

শনিবার খেলা শ্রীলঙ্কার ক্যান্ডিতে। সেই শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯৪ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় যদি দু’টি দল অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পায়, তবেই ম্যাচের ফলাফল হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ দিন নেই। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে।

নিয়ম অনুযায়ী বৃষ্টি থামার পর মাঠ শুকনো হলে তবেই খেলা শুরু করা যাবে। আম্পায়ারেরা সিদ্ধান্ত নেবেন মাঠ আদৌ খেলার উপযোগী কি না। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময় অনুযায়ী ওভার কমানোর দায়িত্বও আম্পায়ারের। ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে পাল্টে যাবে রানের লক্ষ্যও।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

৩০ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান এবং নেপাল। মুলতানে যে ম্যাচে বাবর আজ়মেরা দাপটের সঙ্গে জিতেছে। বৃহস্পতিবার বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচ খেলা হয় ক্যান্ডিতে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে পাঁচ উইকেটে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে তারা। নেপাল প্রথম ম্যাচ হেরে চাপে। পাকিস্তান চাইবে ভারতকে হারিয়ে সুপার ফোরের জায়গা পাকা করতে। যদি পাকিস্তান শনিবার হেরে যায়, তাহলে বাবরেরা চাইবেন নেপালের বিরুদ্ধেও ভারত জিতুক। তাহলে ভারত এবং পাকিস্তান গ্রুপ এ থেকে সুপার ফোরে উঠবে। সেই সম্ভাবনাই বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement