রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে মিরাট মাভেরিকসের ভরসা ছিলেন রিঙ্কু সিংহই। সেই ভরসার দাম দিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। সুপার ওভারে ১৭ রান দরকার ছিল। রিঙ্কু তিন ছক্কায় খেলা শেষ করে দিলেন।
আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। সেই ম্যাচই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত করে দিয়েছিল তাঁকে। এর পর ধারাবাহিক ভাবে ভাল খেলে গোটা আইপিএলেই কেকেআরের ভরসা হয়ে উঠেছিলেন রিঙ্কু। জায়গা করে নেন ভারতীয় দলেও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত মাসে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। সেই রিঙ্কু বৃহস্পতিবার সুপার ওভারে ব্যাট করতে নেমে প্রথম বলে রান করতে পারেননি। পরের তিনটি বলে তিনটি ছক্কা মেরে ম্যাচ জেতান রিঙ্কু। কেকেআরের হয়ে পাঁচ ছক্কা মারার সময় তাঁকে বল করছিলেন বাঁহাতি পেসার যশ দয়াল। বৃহস্পতিবারও এক বাঁহাতি পেসারের বিরুদ্ধেই তিন ছক্কা মেরে ম্যাচ জেতালেন রিঙ্কু।
ম্যাচে প্রথমে ব্যাট করে মিরাট ১৮১ রান তোলে। ২২ বলে ১৫ রান করেছিলেন রিঙ্কু। মাধব কৌশিক ৫২ বলে ৮৭ রান করে দলকে বড় স্কোর তুলতে সাহায্য করেন। কাশী রুদ্রাসের হয়ে শিবম বনশল এবং করণ শর্মা অর্ধশতরান করেন। কিন্তু তাদের স্কোরও ১৮১ রানেই থেমে যায়। সুপার ওভারে রিঙ্কু নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ জিতিয়ে দেন মিরাটকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর ভারতের হয়ে এশিয়ান গেমসে খেলতে যাবেন রিঙ্কু। তাঁর মতো ফিনিশার দলকে অনেক ম্যাচ জেতাতে পারেন বলে মনে করছেন নির্বাচকেরা।