Cape Town Weather

ভারতের প্রথম টেস্টে শুরুতে বাদ সেধেছিল বৃষ্টি, দ্বিতীয় টেস্টে কেপ টাউনের আবহাওয়া কেমন থাকবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট হয়েছিল সেঞ্চুরিয়নে। সেখানে প্রথম দিন বাদ সেধেছিল বৃষ্টি। দুই দল দ্বিতীয় টেস্ট খেলতে নামবে কেপ টাউনে। সেখানে আবহাওয়া কেমন থাকবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ১৩:৪২
Share:

কেপ টাউনের মাঠ। ছবি: এক্স।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট হয়েছিল সেঞ্চুরিয়নে। সেখানে প্রথম দিন বাদ সেধেছিল বৃষ্টি। টস হয়েছিল দেরিতে। বছর ঘুরে দুই দল দ্বিতীয় টেস্ট খেলতে নামবে কেপ টাউনে। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ় জয়ের সুযোগ। ভারতের কাছে সিরিজ়‌ এবং সম্মান বাঁচানোর শেষ চেষ্টা। দ্বিতীয় টেস্টে আবহাওয়া কেমন থাকবে?

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩ জানুয়ারি, অর্থাৎ টেস্ট শুরু হওয়ার দিন আকাশ থাকবে পরিষ্কার। গোটা দিনই সূর্যের আলো পাওয়া যাবে। দিনের বেলায় ৩২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। রাতের দিকে তা ২০ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। দ্বিতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই। সে দিনও পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে।

তবে আকাশে মেঘ জমতে শুরু করবে তৃতীয় দিন থেকে। তাপমাত্রাও বেশ কম থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চতুর্থ দিন, শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের দিকে ঘণ্টাখানেক বৃষ্টি হতে পারে। তবে তুমুল নয়, বরং ঝিরিঝিরি বৃষ্টিরই সম্ভাবনা বেশি। পঞ্চম দিনও ৩০ মিনিট মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু খেলা খুব বেশি ক্ষণ বন্ধ থাকবে না।

Advertisement

সিরিজ় ড্র রাখতে হলে ভারতকে শেষ টেস্টে জিততেই হবে। সে ক্ষেত্রে প্রথম তিন দিনে তারা কেমন খেলে তার দিকে নজর রাখতে হবে। শেষ টেস্ট ড্র হলে দক্ষিণ আফ্রিকার কোনও অসুবিধা নেই। তারা ১-০ এগিয়ে থাকায় সিরিজ়‌ জিতে নেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement