ODI Retirement Of David Warner

শেষ টেস্ট খেলতে নামার আগে বড় ঘোষণা ওয়ার্নারের, পেলেন নতুন দায়িত্বও

নতুন বছরের প্রথম দিনেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। একই দিনে নতুন দায়িত্বও পেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ০৯:২৮
Share:

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

কিছু দিন বাদে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন ডেভিড ওয়ার্নার। তার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। নতুন বছরের প্রথম দিনেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তবে এটাও জানিয়েছেন, যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দরকার হয় তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে পারেন। একই দিনে ওয়ার্নারকে নতুন দায়িত্ব দিল সংযুক্ত আরব আমিরশাহির দল দুবাই ক্যাপিটালস। আগামী মরসুমে অধিনায়ক করা হল তাঁকে।

Advertisement

সোমবার এক সাংবাদিক বৈঠকে ওয়ার্নার জানান, ভারতে বিশ্বকাপ জেতার আগে থেকেই এক দিনের ক্রিকেট ছাড়ার কথা ভাবছিলেন। তিনি বলেছেন, “পরিবারকে এ বার সময় দেওয়া দরকার। সেই কারণেই এক দিনের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের মাঝেই এই কথা এক বার বলেছিলাম। ভারতের মাটিতে বিশ্বকাপ যেটা দুর্দান্ত কৃতিত্ব। তাই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে বিভিন্ন দেশের টি২০ লিগে খেলার উপর মনোযোগ দিতে চাই। আমাদের এক দিনের ক্রিকেট দলেরও এ বার এগিয়ে যাওয়ার সময় হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি জানি যে সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। যদি তত দিন পর্যন্ত ভাল ক্রিকেট খেলি বা খেলাটার সঙ্গে যুক্ত থাকি, এবং সেই সময় যদি অস্ট্রেলিয়ার আমাকে দরকার হয় তা হলে আমি আবার এক দিনের ক্রিকেট খেলতে পারি।”

Advertisement

বিশ্বকাপ ফাইনালই দেশের হয়ে ওয়ার্নারের খেলা শেষ এক দিনের ম্যাচ। ৩৭ বছরের এই ক্রিকেটার ১৬১টি এক দিনের ম্যাচে ৬৯৩২ রান করেছেন। ২২টি শতরান এবং ৩৩টি অর্ধশতরান রয়েছে তাঁর। এক দিনের ফরম্যাটে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কেরিয়ার শেষ করছেন তিনি। শতরানের তালিকায় রয়েছেন রিকি পন্টিংয়ের পরেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement