Virat Kohli

Sunil Gavaskar: কোহলী-রোহিতের সম্পর্ক নিয়ে আজহারের মন্তব্য কি আদৌ ঠিক? কী বললেন গাওস্কর

বিরাট কোহলী ও রোহিত শর্মার সম্পর্কে কি সত্যি চিড় ধরেছে? না কি তাঁদের বিষয়ে যে জল্পনা শুরু হয়েছে তা আদৌ সত্যি নয়? আসল ঘটনাটা ঠিক কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ০৯:২৭
Share:

কোহলী-রোহিতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন গাওস্কর ফাইল চিত্র।

বিরাট কোহলী ও রোহিত শর্মার সম্পর্কে কি সত্যি চিড় ধরেছে? না কি তাঁদের বিষয়ে যে জল্পনা শুরু হয়েছে তা আদৌ সত্যি নয়? আসল ঘটনাটা ঠিক কী? এখনও কোহলী বা রোহিত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তার মধ্যেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্ধিনের মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। সেই বিষয়ে এ বার মুখ খুললেন ভারতের আরও এক প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর

Advertisement

মঙ্গলবার আজহার টুইট করে বলেন, ‘কোহলী জানিয়েছে এক দিনের সিরিজ খেলতে পারবে না। রোহিত টেস্ট সিরিজ খেলবে না। বিশ্রাম নেওয়ায় কোনও ক্ষতি নেই। কিন্তু সময়টা আরও ভাল হওয়া উচিত ছিল। তার জন্যই দু’জনের সম্পর্ক নিয়ে এই জল্পনা শুরু হয়েছে।’

আজহারের এই মন্তব্যে মোটেই খুশি নন গাওস্কর। তিনি বলেন, ‘‘প্রশ্ন হল দু’জনের মধ্যে কি সত্যিই কিছু হয়েছে? যত দিন না কোহলী বা রোহিত কিছু বলছে তত দিন আমাদের কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। হ্যাঁ আজহার এই বিষয়ে মন্তব্য করেছে। কিন্তু ওক কাছে যদি অন্দরের কোনও খবর থাকত তা হলে সেটা সামনে আনা উচিত ছিল। সত্যিটা ঠিক কী সেটা আমাদের বলা উচিত ছিল।’’

Advertisement

সত্যি কথা না বলে কোহলী বা রোহিতের মানের ক্রিকেটারকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক নয় বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি বলেন, ‘‘দু’জনেই ভারতীয় ক্রিকেটের জন্য নিজেদের সবটা উজাড় করে দিয়েছে। সেটা আমাদের মাথায় রাখা উচিত। তাই যত দিন না তারা নিজেরা কিছু বলছে তত দিন তাদের দিকে আঙুল তোলার কোনও অধিকার আমাদের নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement