কোহলীকে নিয়ে কী বললেন রাহুল ফাইল চিত্র
পাঁচ বছর পরে এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নয়, ব্যাটার হিসেবে খেলতে নামছেন বিরাট কোহলী। কিন্তু টস করতে নেমে পরিবর্ত অধিনায়ক লোকেশ রাহুলের মুখেও ফিরে এল কোহলীর কথা। ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাহুল।
পার্লের বোলান্ড পার্কে টসের পরে রাহুল বলেন, ‘‘টেস্ট সিরিজের পরে কয়েকটা দিন-রাতে দলের মধ্যে অনেক কিছু হয়েছে। গোটা দলের জন্যই এটা খুব আবেগের। আমাদের মধ্যে অনেকের অভিষেক হয়েছিল বিরাটের অধীনে। কোহলী এখনও দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দলে ও নিজের যোগদান রাখবে।’’
টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে এক দিনের সিরিজের শুরুটা ভাল করার বিষয়ে আশাবাদী রাহুল। তিনি বলেন, ‘‘দলে বেঙ্কটেশ আয়ারের অভিষেক হচ্ছে। চার নম্বরে ব্যাট করবে শ্রেয়স। পরিকল্পনা অনুযায়ী দলে কিছু বদল হয়েছে। আশা করছি শুরুতেই কয়েকটা উইকেট তুলে দক্ষিণ আফ্রিকার উপর চাপ তৈরি করতে পারব।’’