england cricket

Ashes 2021-22: অ্যাশেজ হেরে অজি ক্রিকেটারদের সঙ্গে পার্টি, রুটদের বিরুদ্ধে শুরু তদন্ত

রুট ও অ্যান্ডারসন ছাড়া সেখানে ছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়ন, উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে ও সিরিজের সেরা ট্রাভিস হেড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৩:২৭
Share:

রুটদের নিয়ে তদন্ত ছবি: রয়টার্স

অ্যাশেজ সিরিজ হেরে যাওয়ার পরেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে উল্লাস করতে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও জোরে বোলার জেমস অ্যান্ডারসনকে। এই ঘটনা সামনে আসতেই দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

Advertisement

ইসিবি-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘সোমবার ভোরে হোবার্টের একটি হোটেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস করতে দেখা গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ অন্য অতিথিদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশে খবর দেন। হস্তক্ষেপ করতে হয় পুলিশকে’।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘ঘটনার পরে ইংল্যান্ডের ক্রিকেটাররা নিজেদের হোটেলে ফিরে যান। তাঁরা এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু তাঁরা কারও অনুমতি না নিয়েই সেখানে গিয়েছিলেন। কেন দুই ক্রিকেটার সেখানে গিয়ে উল্লাস করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। হারের পরে যেখানে সমর্থকরা এতটা হতাশ সেখানে ক্রিকেটারদের এ ভাবে উল্লাস করা উচিত হয়নি’।

Advertisement

নেটমাধ্যমে ঘটনার একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চার পুলিশ আধিকারিক ক্রিকেটারদের ঘিরে রয়েছেন। তাঁদের নাম ধরে চিহ্নিত করা হচ্ছে। রুট ও অ্যান্ডারসন ছাড়া সেখানে ছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়ন, উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে ও সিরিজের সেরা ট্রাভিস হেড। পুলিশদের বলতে শোনা যায়, ক্রিকেটাররা এত বেশি চিৎকার করছিলেন যে তাঁদের আসতে হয়েছে। এ বার ঘুমোতে যাওয়ার সময় হয়েছে। ক্রিকেটারদের অবশ্য কিছু বলতে শোনা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement