বৃষ্টিতে ঢাকা মাঠ। ব্রিসবেনে এই দৃশ্য চার দিন ধরেই দেখা যাচ্ছে। —ফাইল চিত্র।
ধীরে ধীরে ড্রয়ের দিকে এগোচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। পরিস্থিতি এমন, যে চারটি ইনিংস হওয়া প্রায় অসম্ভব। তার কারণ, আবহাওয়া। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। পঞ্চম দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বন্যার সতর্কতাও রয়েছে। ফলে টেস্টের ফয়সালা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
টেস্ট শুরুর আগে রেকর্ড বৃষ্টি হয়েছে ব্রিসবেনে। প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। পরের তিন দিনও বার বার খেলা বন্ধ হয়েছে। টেস্টে চার দিনে সাধারণত ৩৬০ ওভার খেলা হওয়ার কথা। সেখানে এখনও পর্যন্ত হয়েছে ১৯২ ওভার। অর্থাৎ, ১৬৮ ওভারের খেলা নষ্ট হয়েছে।
পঞ্চম দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্রিসবেনে। ‘অ্যাকুওয়েদার’ জানিয়েছে, সারা দিন আকাশে মেঘ থাকবে। ফলে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকবে। সকালে বৃষ্টির আশঙ্কা ২৫ শতাংশ। কিন্তু বেলা যত গড়াবে তত বৃষ্টির আশঙ্কা বাড়বে। বিকালে ৯০ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ৫৪ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত হালকা বন্যার সতর্কতাও জারি করা হয়েছে ব্রিসবেনে।
আবহাওয়ার এই পূর্বাভাস থেকেই পরিষ্কার, পঞ্চম দিনেও একটা বড় সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকতে পারে। প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছে অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে। একটা সময় ফলো-অনের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আকাশ দীপ ও যশপ্রীত বুমরা ভারতকে ফলো-অন থেকে বাঁচিয়েছেন। এখনও ১৯৩ রান পিছিয়ে ভারত। অস্ট্রেলিয়া ভাল জায়গায় থাকলেও এই টেস্ট জেতার আশা তাদের ক্রমশ কমছে। প্রকৃতির হাতেই হয়তো মুখরক্ষা হবে রোহিত শর্মাদের।