Shreyas Iyer

নাইটদের বাতিল শ্রেয়স সফল মুস্তাক আলিতেও, ট্রফির হ্যাটট্রিক আইপিএল জয়ী অধিনায়কের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হিসাবে ট্রফি জিতলেন। এই জয় থেকে অনেক কিছু শিখলেও তাঁর উপর প্রত্যাশার চাপ আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন শ্রেয়স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:৫২
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

সাফল্য মানেই চাপ আরও বাড়বে। এমনটাই মনে করছেন শ্রেয়স আয়ার। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে সফল হয়েছেন তিনি। এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হিসাবে ট্রফি জিতলেন। এই জয় থেকে অনেক কিছু শিখলেও তাঁর উপর প্রত্যাশার চাপ আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন শ্রেয়স।

Advertisement

গত মরসুমে রঞ্জি জিতেছে মুম্বই। সেই দলের সদস্য ছিলেন শ্রেয়স। এর পর ইরানি কাপও জিতে নেয় মুম্বই। ২৭ বছর পর সেই জয়ের নেপথ্যে ছিলেন শ্রেয়স। এই মরসুমে মুম্বই মুস্তাক আলি ট্রফি জিতে নিল। দ্বিতীয় বার এই ট্রফি জিতল তারা। সেই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। আইপিএলে কেন তাঁর দাম ২৬ কোটি ৭৫ লক্ষ উঠেছে তা ঘরোয়া ক্রিকেটে খেলে বুঝিয়ে দিচ্ছেন তিনি। শ্রেয়স বলেন, “আমি বাস্তববাদী। এখনকার সময়টা থেকে শিখছি। ভবিষ্যৎ বা অতীত নিয়ে ভাবতে গেলেই সব গুলিয়ে যায়। আমি এখনকার সময়টাতে থাকতেই ভালবাসি। এই মুহূর্তে এতগুলো ট্রফি জিততে পেরে দারুণ লাগছে। খুবই উজ্জীবিত আমি। জানি প্রত্যাশাও বাড়ছে। যা আমাকে আগামী দিনে ভাল খেলার অনুপ্রেরণা দেবে।”

মুম্বই ক্রিকেট সংস্থা দলের ক্রিকেটারদের জন্য ৮০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও ৮০ লক্ষ টাকা দেবে মুস্তাক আলি জয়ী দলকে। শ্রেয়স বলেন, “আমাদের দল প্রচণ্ড লড়াকু। মাঠে যেমনই পরিস্থিতি হোক আমরা হার মানি না।” ২১ ডিসেম্বর থেকে বিজয় হজারে ট্রফি শুরু হবে। মুম্বইয়ের হয়ে সেখানেও শ্রেয়সকে খেলতে দেখা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement