Mohammed Shami

এশিয়া কাপের দলে কেন রাখা হল না শামিকে, মানতেই পারছেন না ভারতের প্রাক্তন ওপেনার

আগামী সপ্তাহের মধ্যেই বিশ্বকাপের জন্য দল বেছে নিতে পারে ভারত। এশিয়া কাপের দলে মহম্মদ শামিকে নেওয়া হয়নি। বিশ্বকাপে তাঁকে নিয়ে যাওয়া হবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৬
Share:

শামিকে দলে চাইছেন প্রাক্তন ক্রিকেটার। —ফাইল চিত্র

এশিয়া কাপে মহম্মদ শামিকে নিয়ে যায়নি ভারতীয় দল। টি-টোয়েন্টি ক্রিকেটে শামির দলে না থাকা মানতেই পারছেন না বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অবশ্যই রাখা উচিত বাংলার পেসারকে।

Advertisement

আগামী সপ্তাহের মধ্যেই বিশ্বকাপের জন্য দল বেছে নিতে পারে ভারত। সেই দলে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন সহবাগ। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, “আবেশ খানকে যখন দলে পাওয়া গেল না, তখন শামিকে কাজে লাগানো যেত। বুঝতে পারছি তরুণদের সুযোগ দিতে চাইছে ওরা। কিন্তু অস্ট্রেলিয়ায় অভিজ্ঞতা প্রয়োজন। ওই পিচে শামিই সেরা অস্ত্র।”

আইপিএলে গুজরাত টাইটান্সকে ট্রফি জেতানোর পিছনে বড় ভূমিকা নেন শামি। ১৬ ম্যাচে ২০টি উইকেট নিয়ে হার্দিক পাণ্ড্যর দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছিলেন শামি।

Advertisement

চোটের জন্য এশিয়া কাপের দলে ছিলেন না যশপ্রীত বুমরা এবং হর্ষল পটেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁরা সুস্থ হয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে। রয়েছেন দীপক চাহারও। সেই সঙ্গে এশিয়া কাপে খেলা ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংহও দলে জায়গা করে নিতে পারেন। সে ক্ষেত্রে শামিকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে নাকি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অভিজ্ঞ পেসারকে ব্রাত্যই রাখা হবে সেই দিকেই নজর থাকবে সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement