Border-Gavaskar Trophy 2024-25

হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন কোহলির! দ্বিতীয় টেস্টের আগে উদ্বেগ বিরাটকে নিয়ে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কোহলির খেলা নিয়ে হঠাৎই সংশয় তৈরি হয়েছে। মঙ্গলবার অনুশীলনের আগে কোহলির ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধতে হয়। স্বভাবতই উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ২০:০৫
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই উদ্বেগ বৃদ্ধি করল ভারতীয় দলের অনুশীলনের একটি ছবি। উদ্বেগ বিরাট কোহলিকে নিয়ে। কারণ তাঁর হাঁটুর ব্যান্ডেজ। মঙ্গলবার অনুশীলন শুরুর আগে কোহলির হাঁটুতে ব্যান্ডেজ বাঁধতে হয়।

Advertisement

কোহলির হাঁটুর চোট কতটা গুরুতর? কী ভাবে চোট পেলেন কোহিল? ভারতীয় দলের মেডিক্যাল টিমের এক সদস্যকে কোহলির ডান পায়ের হাঁটুতে হালকা ব্যান্ডেজ বাঁধতে দেখা গিয়েছে। সেই সময় ভারতীয় দলের বাকিরা কাছেই ছিলেন। তাঁরা নিজেদের মতো অনুশীলনের প্রস্ততি নিচ্ছিলেন বা কথা বলছিলেন। কাউকেই উদ্বিগ্ন দেখায়নি। কোহলির কাছে কাউকে ছুটে আসতেও দেখা যায়নি। কোহলির মুখেও ব্যথা বা যন্ত্রণার চিহ্ন ছিল না। ব্যান্ডেজ বাঁধার পর তাঁর হাঁটা-চলার মধ্যে কোনও জড়তা দেখা যায়নি। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো।

ভারতীয় শিবির থেকে কোহলির হাঁটুর ব্যান্ডেজের বিষয়ে কিছু জানানো হয়নি। অনুশীলনে চোট পেয়েছেন নাকি পুরনো কোনও ব্যথা কোহলিকে ভোগাচ্ছে, তা জানা যায়নি। ভারতীয় শিবির কিছু না জানানোয় অনুশীলনের ওই ছবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরেছিলেন কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবারই তিনি অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভারতীয় দলও এ দিন থেকে দ্বিতীয় টেস্টের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement