ICC World Test Championship

হারের পর পয়েন্টও খোয়াল নিউ জ়িল্যান্ড, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে কতটা সুবিধা হল ভারতের

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হারের পর শাস্তি পেল নিউ জ়িল্যান্ড। মন্থর বোলিংয়ের জন্য তাদের তিন পয়েন্ট কাটা গিয়েছে। এর ফলে টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল কিউয়িরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হল দু’দলকেই। উভয় দলই নির্দিষ্ট সময়ের মধ্যে তিন ওভার করে কম বল করেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী টম লাথাম এবং বেন স্টোকসদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। একই সঙ্গে দু’দলের ৩ পয়েন্ট করে কেটে নিয়েছেন।

Advertisement

টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে নিউ জ়িল্যান্ড। সব দলেরই বাকি দুই থেকে চারটি করে টেস্ট। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট খুইয়ে কিছুটা হলেও সমস্যায় পড়ল কিউয়িরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১৫টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার একটিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৮০ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৬১.১১। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা দক্ষিণ আফ্রিকাও জায়গা ধরে রেখেছে। ন’টি টেস্ট খেলে তাদের পাঁচটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৬৪। শতাংশের হিসাবে ৫৯.২৬। টেস্ট বিশ্বকাপ ফাইনালে যাওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৩টি টেস্ট খেলে আটটিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৫৬ পয়েন্টের মধ্যে প্যাট কামিন্সদের সংগ্রহ ৯০। শতাংশের হিসাবে ৫৭.৬৯।

Advertisement

ইংল্যান্ড সিরিজ়ের হারলেও নিউ জ়িল্যান্ড পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ছিল। ম্যাচ শেষ হওয়ার পর ১২টি টেস্ট খেলে জয়ের সংখ্যা ছিল ছ’টি। সম্ভাব্য সর্বোচ্চ ১৪৪ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহে ছিল ৭২। শতাংশের হিসাবে ৫০.০০। ম্যাচের ফলাফল না বদলালেও ক্রাইস্টচার্চে মন্থর বোলিংয়ে জন্য তিন পয়েন্ট কাটা গিয়েছে কিউয়িদের। ফলে তাদের সংগ্রহে এখন ৬৯ পয়েন্ট। লাথামদের পয়েন্ট শতাংশ কমে হয়েছে ৪৭.৯২।

টেস্ট বিশ্বকাপের ফাইনালের দু’দল ঠিক হয় পয়েন্ট শতাংশের ভিত্তিতেই। পয়েন্ট কাটা যাওয়ায় নিউ জ়িল্যান্ড চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গিয়েছে। তাদের সঙ্গে যুগ্ম ভাবে চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা একক ভাবে এখন চতুর্থ স্থানে। এই সময় শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশের কোনও পরিবর্তন হয়নি। তারা ১০টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৫০.০০।

তিন পয়েন্ট খুইয়েও ইংল্যান্ড আগের মতোই ষষ্ঠ স্থানে রয়েছে। বেন স্টোকসেরা ২০টি টেস্ট খেলে ১০টি জিতেছেন, একটি ড্র করেছেন। তিন পয়েন্ট কাটা যাওয়ার পর সম্ভাব্য সর্বোচ্চ ২৪০ পয়েন্টের মধ্যে তাঁদের সংগ্রহ ১০২। শতাংশের হিসাবে ৪২.৫০।

নিউ জ়িল্যান্ড পয়েন্ট শতাংশের নিরিখে পিছিয়ে যাওয়ায় কিছুটা স্বস্তি পেতে পারে তালিকার প্রথম চারটি দল— ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। কারণ টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাতে তিন পয়েন্ট খানিকটা হলেও পিছিয়ে দিল নিউ জ়িল্যান্ডকে। মাঠে না নেমেও বাড়তি সুবিধা পেয়ে গেল চারটি দল। তবে স্বস্তির কিছু নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে সব দলকেই বাকি টেস্টগুলি জেতার জন্য ঝাঁপাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement