AI Courses

পাইথন জানেন? কৃত্রিম মেধায় দক্ষ হতে চান? কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কোর্স করার সুযোগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমোশন বিভাগের তরফে ক্লাস করানো হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৯
Share:

প্রতীকী চিত্র।

ইঞ্জিনিয়ারিং শাখায় উত্তীর্ণদের পাইথনের কোডিং নিয়ে কম বেশি জ্ঞান এবং দক্ষতা থাকে। সেই দক্ষতাকেই পেশাগত ভাবে ব্যবহারের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমোশন বিভাগের তরফে এমন ব্যক্তিদের কৃত্রিম মেধার সঙ্গে অটোনমাস সিস্টেমস শেখানো হবে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স নিয়েও চর্চার সুযোগ মিলবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়েছেন, এমন স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ‘পিজি লেভেল অ্যাডভান্সড সার্টিফিকেশন প্রোগ্রাম ইন আর্টিফিশিয়াল অ্যান্ড অটোনমাস সিস্টেমস’ শীর্ষক কোর্সের পাঁচটি মডিউল এবং প্রজেক্ট তৈরির খুঁটিনাটি শেখানো হবে। অনলাইনেই ক্লাস চলবে, তবে প্রজেক্ট তৈরির জন্য ক্যাম্পাস ভিজ়িটের সুযোগও থাকছে। তবে, বর্তমানে কোনও সংস্থায় কর্মরত রয়েছেন এবং মোট চার বছরের কাজের অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তিদের নিয়েই ক্লাস করানো হবে।

আইআইএসসি-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমোশন বিভাগের অধ্যাপকরা বিশেষ বিষয়ের ক্লাস করাবেন। তাঁরা মাস্টার রিইনফোর্সমেন্ট লার্নিং, নিউরাল নেটওয়ার্কস, অটোমেট ক্রিটিক্যাল ডিসিশন-মেকিংয়ের খুঁটিনাটি এবং সেই সঙ্গে কী ভাবে কর্মদক্ষতা ও ব্যবসার প্রসার বৃদ্ধি করা সম্ভব, তা শেখাবেন।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৩ জানুয়ারি। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা জমা দিতে হবে। প্রোগ্রাম ফি হিসাবে মোট ২,৮০,০০০ টাকা ধার্য করা হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement