T20 World Cup 2021

T20 World Cup 2021: ‘মুদ্রাদোষ’ কাটল কোহলীর, হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে এ বারই প্রথম ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কোহলী। তিনটি ম্যাচ খেলে এই প্রথম টসে জিতলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৯:১৮
Share:

ভাগ্য ফিরল কোহলীর ছবি: টুইটার থেকে।

অবশেষে জন্মদিনে এসে টস জিতলেন বিরাট কোহলী। শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতলেন তিনি। এ বারের বিশ্বকাপে এই প্রথম টস জিতলেন কোহলী। বহু রেকর্ডের মালিক তিনি। ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়ক। কিন্তু বিরাট কোহলীর টসভাগ্য অত্যন্ত খারাপ।

Advertisement

টেস্টে ৬৫ বার অধিনায়কত্ব করে কোহলী টস জিতেছেন ২৮ বার, হেরেছেন ৩৭ বার। সাফল্যের হার ৪৩.০৭%। একদিনের ক্রিকেটে কোহলী ৯৫টি ম্যাচে অধিনায়কত্ব করে টস জিতেছেন ৪০ বার, হারতে হয়েছে ৫৫ বার। সাফল্যের হার ৪২.১০%।

কোহলীর টসভাগ্য সবথেকে খারাপ টি-টোয়েন্টি ক্রিকেটে। মাত্র ১৯ বার টস জিতেছেন তিনি, হেরেছেন ৩০ বার। সাফল্যের হার ৩৮.৭৭%।

Advertisement

আইসিসি-র প্রতিযোগিতায় কয়েন হাতে কোহলীর রেকর্ড আরও খারাপ। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে কোহলী ৪টি ম্যাচে টস জিতে হেরেছেন ৫টি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ বার টস জিতে হেরেছেন ২ বার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬টি টেস্টে টস জিততে পেরেছেন কোহলী। টস হেরেছেন ১৩টি ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ বারই প্রথম ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তিনটি ম্যাচ খেলে এই প্রথম টসে জিতলেন তিনি।

ভারতের বাকি কয়েক জন অধিনায়কের টস ভাগ্য দেখে নেওয়া যাক। মহম্মদ আজহারউদ্দিন টেস্টে ৪৭টির মধ্যে ২৯ টি ম্যাচে টস জিতেছেন। সাফল্যের হার ৬১.৭০%। একদিনের ক্রিকেটে ১৭৪টি ম্যাচে অধিনায়কত্ব করে টস জিতেছেন ৯৬টি ম্যাচ। সাফল্যের হার ৫৫.১৭ শতাংশ।

সৌরভ গঙ্গোপাধ্যায় টেস্টে ৪৯টির মধ্যে ২১ টি ম্যাচে টস জিতেছেন। সাফল্যের হার ৪২.৮৫%। একদিনের ক্রিকেটে ১৪৬টি ম্যাচে অধিনায়কত্ব করে টস জিতেছেন ৭৪টি ম্যাচ। সাফল্য ৫০.৬৮ শতাংশ।

মহেন্দ্র সিংহ ধোনি টেস্টে ৬০টির মধ্যে ২৬ টি ম্যাচে টস জিতেছেন। সাফল্যের হার ৪৩.০৭%। একদিনের ক্রিকেটে ২০০টি ম্যাচে অধিনায়কত্ব করে টস জিতেছেন ৯৭টি ম্যাচ। সাফল্য ৪৮.৫০ শতাংশ। টি-টোয়েন্টিতে ৭২টি ম্যাচের মধ্যে ৩৫টি ম্যাচে টস জিতেছেন ধোনি। সাফল্য ৪৮.৬১ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement