অন্য দেশের হয়েও খেলেছিলেন দ্রাবিড় ছবি: রয়টার্স।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হয়েছেন রাহুল দ্রাবিড়। নিজের ক্রিকেট জীবনে ভারত ছাড়া অন্য দেশের হয়েও খেলেছেন তিনি। ২০০৩ সালে স্কটল্যান্ডের হয়ে খেলেছিলেন ভারতীয় ক্রিকেটের ‘ওয়াল’। সেই স্কটল্যান্ডের বিরুদ্ধেই শুক্রবার খেলতে নামছেন বিরাট কোহলীরা।
২০০৩ সালে ন্যাশনাল ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনে স্কটল্যান্ডের হয়ে ১১টি এক দিনের ম্যাচ ও পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন দ্রাবিড়। সেই সময় তাঁর সতীর্থ ছিলেন স্কটল্যান্ডের বর্তমান অধিনায়ক কাইল কোয়েটজার। সেই সময় একটি ম্যাচে দ্রাবিড়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তিনি।
কোহলীদের বিরুদ্ধে খেলতে নামার আগে সেই অভিজ্ঞতার কথা জানান কোয়েটজার। তিনি বলেন, ‘‘আমি রান আউট হয়েছিলাম। সে দিনের কথা আমার স্পষ্ট মনে আছে। তবে দ্রাবিড় আউট না হওয়ায় আমরা নিশ্চিন্ত ছিলাম। সে ম্যাচে দ্রাবিড় দুর্দান্ত খেলেছিলেন।’’
টুর্নামেন্টে ৬৬.৬৬ গড়ে দ্রাবিড় মোট ৬০০ রান করেছিলেন। তার মধ্যে তিনটি শতরান ও দু’টি অর্ধশতরান ছিল। দ্রাবিড় প্রসঙ্গে কোয়েটজার আরও বলেন, ‘‘দ্রাবিড় মাটির মানুয। আমাদের সঙ্গে খুব ভাল ভাবে মিশতেন। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতেন। ওঁর ক্রিকেটীয় জ্ঞান ছিল অসাধারণ।’’
২০০৩-০৪ আন্তর্জাতিক মরসুমে দারুণ ছন্দে ছিলেন দ্রাবিড়। টেস্টে তাঁর গড় ছিল ৯৫.৪৬। সর্বোচ্চ রান ছিল ২৭০। এক বছরে ২২টি এক দিনের ম্যাচে দ্রাবিড়ের গড় ছিল ৪১.৭৭। তার মধ্যে সাতটি অর্ধশতরান ছিল।