বিরাট কোহলি। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় খেলতে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ছুটি কাটিয়ে খোশ মেজাজে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শুরু হয়েছে অনুশীলন। সেখানে নতুন ভূমিকায় দেখা গেল কোহলিকে।
টেস্ট বিশ্বকাপ ফাইনালে হারের পর ওয়েস্ট ইন্ডিজ়কেও হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় শিবির। প্রস্ততিতে ফাঁক রাখতে চাইছেন না রোহিতেরা। ১২ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। ভারতীয় দলের অনুশীলনে নতুন ভূমিকায় দেখা গেল কোহলিকে। রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়ালদের মতো তরুণ ক্রিকেটারেরা রয়েছেন ভারতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই তাঁদের। কোহলিকে দেখা গেল যশস্বীর ব্যাটিং কোচের ভূমিকায়। ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে কী ভাবে খেলতে হবে, তা বুঝিয়ে দিলেন তরুণ ব্যাটারকে। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হতে পারে যশস্বীর। তাই তরুণ বাঁহাতি ব্যাটারের প্রস্তুতির দিকে বাড়তি নজর দিচ্ছেন রাহুল দ্রাবিড়। নিজে থেকেই তাঁকে সাহায্য করতে এগিয়ে এলেন কোহলি। মনে করা হচ্ছে চেতেশ্বর পুজারার তিন নম্বর জায়গায় খেলানো হতে পারে তরুণ ওপেনারকে।
ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে প্রথম ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী। টেস্ট বিশ্বকাপ ফাইনালেও ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে ইংল্যান্ড গিয়েছিলেন তিনি।