মাঝে মাঝেই নিজের চুলের ছাঁট বদলেছেন কোহলী। —ফাইল চিত্র
এশিয়া কাপে ছন্দে ফিরেছেন বিরাট কোহলী। দু’টি অর্ধশতরানের পাশাপাশি ১০২০ দিন পরে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বাধিক রানের তালিকায় এশিয়া কাপে দ্বিতীয় স্থানে কোহলী। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু ভারতের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের আগে চুলের ছাঁট বদলে ফেললেন কোহলী।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রবিবার পঞ্জাবের মোহালিতে পা রেখেছেন কোহলী। সেখানেই নতুন চুলের ছাঁটে দেখা গিয়েছে তাঁকে। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে কোহলীর একটি ভিডিয়ো টুইট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘দেখুন কে এসেছে। সুন্দর শহরে কোহলীকে স্বাগত।’
এশিয়া কাপ খেলে দেশে ফিরে চুলের ছাঁট বদলে ফেলেছেন কোহলী। তাঁর নতুন ছাঁটের ছবি প্রকাশ করেছেন কেশশিল্পী রশিদ সালমানি। অল্প সময়ের মধ্যেই সেই ছাঁট জনপ্রিয় হয়ে যায় ভক্তদের মধ্যে। এ বার প্রকাশ্যে দেখা গেল কোহলীর সেই রূপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ খেলবেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রস্তুতি সেরে রাখতে চাইছে ভারত। সেখান সবার নজর কোহলীর দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক নতুন কোহলীকে দেখতে চাইছেন ভক্তরা।