Virat Kohli

Virat Kohli: শততম টেস্টে বিরাট নজিরের সামনে কোহলী, ঢুকে পড়বেন সচিনদের ক্লাবে

২০২১ সালে ঘরের মাঠে ৫ টেস্টে ২৬ গড়ে মাত্র ২০৮ রান করেছেন কোহলী। এক ক্যালেন্ডার বছরে ঘরের মাঠে টেস্টে এটি কোহলীর সর্বনিম্ন রান। দু’বছরের উপরে তাঁর ব্যাটে শতরান নেই। সমর্থকরা অপেক্ষা করছেন ফের কবে বড় রান করবেন তিনি। এখন দেখার শততম টেস্টেই কোহলীর রানে প্রত্যাবর্তন হয় কি না।     

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৬:৪২
Share:

নজিরের সামনে কোহলী ফাইল চিত্র

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে বড় নজিরের সামনে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। এটি যে শুধুমাত্র কোহলীর শততম টেস্ট হতে চলেছে তাই নয়, এই টেস্টে মাত্র ৩৮ রান করলে সচিন তেন্ডুলকরদের ক্লাবে ঢুকে পড়বেন কোহলী।

Advertisement

টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান থেকে মাত্র ৩৮ রান দূরে রয়েছেন কোহলী। অর্থাৎ মোহালিতে ৩৮ রান করলেই সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ ও ভিভিএস লক্ষ্মণের পরে তিনি ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হবেন যাঁর নামের পাশে টেস্টে ৮ হাজার রান লেখা থাকবে।

কোহলী যদি মোহালিতে প্রথম ইনিংসেই এই কীর্তি করতে পারেন তা হলে ভারতীয়দের মধ্যে প়ঞ্চম দ্রুততম হিসাবে ১৬৯ ইনিংসে ৮ হাজার রান করবেন। সব থেকে দ্রুত ১৫৪ ইনিংসে ৮ হাজার রান করেছিলেন সচিন। দ্রাবিড় ১৫৮, সহবাগ ১৬০ ও গাওস্কর ১৬৬ ইনিংস নিয়েছিলেন এই কীর্তি করতে।

Advertisement

২০২১ সালে ঘরের মাঠে ৫ টেস্টে ২৬ গড়ে মাত্র ২০৮ রান করেছেন কোহলী। এক ক্যালেন্ডার বছরে ঘরের মাঠে টেস্টে এটি কোহলীর সর্বনিম্ন রান। দু’বছরের উপরে তাঁর ব্যাটে শতরান নেই। সমর্থকরা অপেক্ষা করছেন ফের কবে বড় রান করবেন তিনি। এখন দেখার শততম টেস্টেই কোহলীর রানে প্রত্যাবর্তন হয় কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement