বিরাট কোহলি। ছবি: পিটিআই।
এক দিনের প্রস্তুতি ম্যাচে জয় ভারতীয় দলের। প্রথমে ব্যাট করে প্রধানমন্ত্রী একাদশ করে ২৪০ রান। সহজেই সেই রান তুলে নেন যশস্বী জয়সওয়ালেরা। গোলাপি বলে অনুশীলন সেরে ফেললেন তাঁরা। যদিও যশপ্রীত বুমরা এবং বিরাট কোহলি এই ম্যাচে খেলেননি।
শনি এবং রবিবার প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিন বৃষ্টি হওয়ায় খেলা হয়নি। রবিবার সঠিক সময়ে খেলা শুরু হলেও মাঝে বৃষ্টির কারণে কিছু ক্ষণ বন্ধ ছিল। যার ফলে ৫০ ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও তা কমিয়ে ৪৬ ওভারের করে দেওয়া হয়। বুমরাহীন ভারতীয় পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল মহম্মদ সিরাজের। অস্ট্রেলিয়ার মাটিতেই অভিষেক হয়েছিল তাঁর। সেই সিরাজ প্রথম স্পেলে ৭ ওভার বল করেন। ১৮ রান দিয়ে একটি উইকেট নেন। তাঁর সঙ্গে নতুন বলে শুরু করেছিলেন আকাশ দীপ। তিনি প্রথম স্পেলে ৭ ওভার বল করে একটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় স্পেলে করেন তিন ওভার। মোট ১০ ওভারে ৫৮ রান দিয়ে নেন ২ উইকেট।
ভারতীয় পেসারদের মধ্যে সফল হর্ষিত রানা। প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। অ্যাডিলেডেও প্রথম একাদশে জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে। তিনি প্রস্তুতি ম্যাচে ৬ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন। দু’টি ওভারে ছ’বলের ব্যবধানে ৪ উইকেট তুলে নেন হর্ষিত। তিনিই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশে ভাঙন ধরান। ১৩১ রানে ২ উইকেট হারানো দল তাঁর দাপটে ১৩৩ রানে ৬ উইকেট হারায়। গোলাপি বলের টেস্টে বুমরা এবং সিরাজের সঙ্গে হয়তো দেখা যাবে হর্ষিতকেই।
বুমরার মতো খেলেননি বিরাটও। প্রথম টেস্টে বুমরা ৫ উইকেট নিয়েছিলেন, বিরাট শতরান করেছিলেন। তাঁরা রবিবার নেটে অনুশীলন করেন। প্রথম টেস্টে না খেলা রোহিত এই ম্যাচে নেমেছিলেন। তবে তিনি ওপেন করেননি। ভারতের হয়ে যশস্বী এবং লোকেশ রাহুল ওপেন করেন। তাঁরা ৭৫ রানের জুটি গড়েন। যশস্বী ৪৫ রান করে আউট হয়ে যান। রাহুল ২৭ রান করে অবসৃত। শুভমন গিল করেন ৫০ রান। রোহিত নেমেছিলেন চার নম্বরে। তবে তিনি ৩ রানের বেশি করতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন ভারত অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে মিডল অর্ডারে নামায় মনে করা হচ্ছে অ্যাডিলেডে হয়তো রোহিত ওপেন করবেন না।
ভারতকে স্বস্তি দিলেন নীতীশ কুমার রেড্ডি। ব্যাট হাতে ৪২ রান করলেন তিনি। পেসার অলরাউন্ডার হিসাবে অ্যাডিলেডে জায়গা ধরে রাখতে পারেন নীতীশ। হতাশ করলেন সরফরাজ় খান। এক রান করেন তিনি। এই ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যায় তাঁকে। প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামেননি ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল।