মহম্মদ শামি। —ফাইল চিত্র।
জয়ে ফিরলেন সুদীপ কুমার ঘরামিরা। গত ম্যাচে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল বাংলা। মেঘালয়ের বিরুদ্ধে রবিবার জিতে আবার পয়েন্ট পেল তারা। কিন্তু মহম্মদ শামি উইকেট পেলেন না। ৪ ওভারে যদিও ১৬ রানের বেশি দেননি তিনি।
মেঘালয়ের ইনিংস শেষ হয়ে যায় ১২৭ রানে। দু’টি করে উইকেট নেন সায়ন ঘোষ এবং প্রয়াস রায় বর্মণ। একটি উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। মেঘালয়ের হয়ে ৩৮ রান করেন ল্যারি সাংমা। ৩৭ রান করেন আরিয়েন সাংমা। ২৪ রান করেন অর্পিত ভাটেওয়ারা। সেই রান তুলতে বেশি সময় নেয়নি বাংলা। ওপেনার অভিষেক পোড়েল একাই করেন ৬১ রান। তিনি অপরাজিত থাকেন। অন্য ওপেনার করণ লাল করেন ৪২ রান। কিন্তু হাবিব গান্ধী, রণজ্যোৎ খয়রা এবং সুদীপ কোনও রান করতে পারেননি। তাঁরা তিন জনেই শূন্য করেন। ঋত্বিক ২৫ রান করে অপরাজিত থাকেন। ৪৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলা।
শামি বাংলার হয়ে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে চারটি উইকেট নিয়েছেন। শেষ তিনটি ম্যাচে কোনও উইকেট নিতে পারেননি তিনি। তবে এ দিনের ম্যাচে খুব বেশি রান দেননি। মেঘালয়ের বিরুদ্ধে সেটাই স্বস্তির শামির জন্য। বাকি ম্যাচগুলিতে সুযোগ পাবেন তিনি নিজের ফিটনেস এবং ফর্মের প্রমাণ দেওয়ার।
বাংলার হয়ে নজর কাড়ছেন অভিষেক। তরুণ উইকেটরক্ষক পাঁচটি ম্যাচের মধ্যে দু’টিতে অর্ধশতরান করেছেন। একটি ম্যাচে করেন ৪১ রান। ওপেন করতে নেমে দলকে ভরসা দিচ্ছেন অভিষেক, যা স্বস্তি দেবে দিল্লি ক্যাপিটালসকেও। কারণ আইপিএলের নিলামের আগে তাঁকে রেখে দিয়েছিল তারা। ঋষভ পন্থ না থাকায় অভিষেককে উইকেটরক্ষক হিসাবে খেলাতে পারে দিল্লি।