IPL 2025 Auction

‘৫২০ কোটি টাকাও ওর জন্য কম পড়বে’, ভারতের পেসারকে নিয়ে বললেন গুজরাতের কোচ

আইপিএলের নিলামে ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ারের মতো ভারতীয় ক্রিকেটারেরা ভাল দাম পেয়েছেন। তবে একজন ভারতীয় ক্রিকেটারের জন্য নিলামে ৫২০ কোটি টাকাও তাঁর জন্য কম পড়বে। এমনই মনে করেন আশিস নেহরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:২২
Share:

আইপিএলের নিলামের একটি মুহূর্ত। ছবি: বিসিসিআই।

কিছু দিন আগে আইপিএলের নিলাম হয়ে গিয়েছে। সেখানে ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ারের মতো ভারতীয় ক্রিকেটারেরা ভাল দাম পেয়েছেন। তবে একজন ভারতীয় ক্রিকেটার আরও বেশি দাম পাওয়ার যোগ্য। এমনকি নিলামে ৫২০ কোটি টাকাও তাঁর জন্য কম পড়বে। এমনই মনে করেন গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা।

Advertisement

সেই বোলার হলেন যশপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্স যাঁকে ১৮ কোটি টাকায় ধরে রেখেছে। নিলামের পর বুমরার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেহরা। বলেছেন, “বুমরা দেশের হয়ে বহু বার ম্যাচ জিতিয়েছে। রোহিত শর্মা প্রথম ম্যাচ না খেলায় ও দেশকে নেতৃত্ব দিয়েছে। ফলে ওর কাঁধে বাড়তি চাপ ছিল। যে ভাবে সেই চাপ সামলেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।”

নেহরার সংযোজন, “নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হওয়ার পরেও বুমরা যে ভাবে নেতৃত্ব দিয়েছে তা অসাধারণ। ওকে হারানো সহজ নয়। বুমরা আইপিএল নিলামে থাকলে অনেক কিছু হতে পারত। হয়তো ৫২০ কোটি টাকাও ওর জন্য কম পড়ত।”

Advertisement

প্রথম টেস্টে শুধু নেতৃত্বই দেননি, ভারতকে জেতাতে অন্যতম ভূমিকা নিয়েছেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন। ওই বোলিংই ভারতকে জিততে সাহায্য করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement