T20 World Cup 2024

দল ঘোষণায় অভিনবত্ব! নির্বাচকেরা নন, দু’জন বাচ্চা ছেলে-মেয়ে ঘোষণা করল বিশ্বকাপের দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউ জ়িল্যান্ড। সেখানে চমক দেখিয়েছে তারা। নির্বাচকেরা নন, দু’জন বাচ্চা ছেলে-মেয়ে দল ঘোষণা করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৩:৩২
Share:

নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপের দল ঘোষণা করছে মাতিলদা (বাঁ দিকে) ও আঙ্গুস। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রেও চমক দিল নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। সাধারণত, নির্বাচকেরা কোনও দেশের দল ঘোষণা করেন। কিন্তু এ ক্ষেত্রে দু’জন বাচ্চা ছেলে-মেয়ে দল ঘোষণা করেছে।

Advertisement

দল ঘোষণা করার জন্য সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। হঠাৎ দু’জন বাচ্চা ছেলে-মেয়ে সেখানে ঢোকে। প্রথমে সবাই খানিকটা অবাক হয়ে যান। মাইক্রোফোনের সামনে বসে পড়ে দু’জন। তার পরেই জানা যায়, তারা দল ঘোষণা করবে। ছেলেটির নাম আঙ্গুস, মেয়েটির নাম মাতিলদা। ১৫ সদস্যের দল ঘোষণা করার পরে তারা জানায়, কোনও প্রশ্ন থাকলে সাংবাদিকেরা তাদের কাছে করতে পারে। এ কথা শুনে সবাই হেসে ওঠেন।

এর আগে ২০২৩ সালে ভারতে এক দিনের বিশ্বকাপের দল ঘোষণা করার ক্ষেত্রেও চমক দিয়েছিল নিউ জ়িল্যান্ড। সে বার ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, বাবা, মা এমনকি, ঠাকুমা তাঁদের নাম ঘোষণা করেছিলেন। এ বার ঘোষণা করল দু’জন বাচ্চা।

Advertisement

দলের অধিনায়ক করা হয়েছে কেন উইলিয়ামসনকে। এটি উইলিয়ামসনের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ। চতুর্থ বার অধিনায়ক হিসাবে খেলতে নামবেন তিনি। ১৫ সদস্যের দলে উল্লেখযোগ্য নাম ডেভন কনওয়ে। চোটের কারণে চলতি আইপিএলে খেলছেন না তিনি। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। কনওয়েকে হয়তো উইকেটের পিছনে দস্তানা হাতেও দাঁড়াতে হবে। কারণ, দুই উইকেটরক্ষক টিম সেইফার্ট ও টম ব্লান্ডেলকে দলে জায়গা দেওয়া হয়নি। দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ফিন অ্যালেন।

ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় খেলা হওয়ায় দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে চেয়েছে নিউ জ়িল্যান্ড। ইশ সোধি, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রের পাশাপাশি গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলও স্পিন করতে পারেন। টিম সাউদি, জিমি নিশাম, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরাও রয়েছেন দলে। একমাত্র রবীন্দ্র ও ম্যাট হেনরি এই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন।

নিউ জ়িল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, পরিস্থিতির কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে। তিনি বলেন, “দলের প্রত্যেককে আগাম শুভেচ্ছা। দেশের হয়ে বিশ্বকাপ খেলা বড় মুহূর্ত। ওয়েস্ট ইন্ডিজ়ের বিভিন্ন জায়গায় উইকেট আলাদা হয়। সেই সব পরিস্থিতির কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে। আশা করছি আমরা ভাল খেলব।”

নিউ জ়িল্যান্ড দল— কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement