IPL 2024

১০ পয়েন্টে পাঁচ দল, কলকাতার ঘাড়ে নিঃশ্বাস চেন্নাইয়ের, দিল্লির বিরুদ্ধে নামার আগে চাপে কেকেআর

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ম্যাচের আগে চাপ বাড়ল কেকেআরের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১২:০৫
Share:

কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।

জমে উঠেছে আইপিএল। প্রতিটি ম্যাচের পরে বদলে যাচ্ছে পয়েন্ট তালিকা। একমাত্র রাজস্থান রয়্যালস শীর্ষে নিজেদের জায়গা বজায় রেখেছে। ধরাছোঁয়ার বাইরে তারা। বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে তিনটি জায়গা দখলের। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ম্যাচের আগে চাপ বেড়েছে কেকেআরের।

Advertisement

আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। রাজস্থানের নেট রান রেট ০.৬৯৪। আগের ম্যাচে ঘরের মাঠে হারলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে কেকেআর। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। এখনও কেকেআরের নেট রান রেট (০.৯৭২) সব থেকে বেশি। তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদেরও পয়েন্ট ১০। তবে কেকেআরের থেকে এক ম্যাচ বেশি খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। তাঁদের নেট রান রেট ০.৮১০।

পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলিরও পয়েন্ট ১০। অর্থাৎ, ১০ পয়েন্টে রয়েছে পাঁচটি দল। শুধুমাত্র নেট রান রেট আলাদা রেখেছে তাদের। চার নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের নেট রানরেট ০.০৭৫। পাঁচ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস। লখনউয়ের (০.০৫৯) নেট রানরেট দিল্লির (-০.২৭৬) থেকে বেশি।

Advertisement

আইপিএলের পয়েন্ট তালিকা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সাত নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট -১.১১৩। পরের তিনটি দলের পয়েন্ট ৬। আট নম্বরে পঞ্জাব কিংস। নবম স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট সমান হলেও রান রেটে পঞ্জাব (-০.১৮৭) এগিয়ে মুম্বই (-০.২৬১) ও বেঙ্গালুরুর (-০.৪১৫) থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement