বেঙ্গালুরুর মাঠ এ ভাবেই আবরণে ঢাকা। ছবি: সমাজমাধ্যম।
ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হচ্ছে বুধবার। তবে বেঙ্গালুরুতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে টস শুরু করা গেল না। জানা গিয়েছে, দুই দল এখনও মাঠেই আসেনি। প্রথম দিনের খেলা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে।
সকাল ৯টায় টস হওয়ার কথা ছিল। তবে ৯.৩৫ পর্যন্ত টস হয়নি। সঞ্চালকেরা মাঠে দাঁড়িয়ে ছাতা মাথায় কথা বলছেন। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির গতিবেগ। এখনই টস বা খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই।
অ্যাকুওয়েদার অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই বেঙ্গালুরুর আকাশ মেঘলা। বুধবার সেখানে বৃষ্টির সম্ভাবনা ৪১ শতাংশ। দুপুরে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। যা শুক্রবার বেড়ে হবে ৬৭ শতাংশ। শনিবার অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম। সে দিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। যদিও রবিবার টেস্টের শেষ দিনে তা বেড়ে হবে ৪০ শতাংশ।
আবহাওয়ার উপর নির্ভর করছে ভারতের প্রথম একাদশও। রোহিত শর্মা মঙ্গলবার বলেন, “সব কিছু নির্ভর করছে আবহাওয়ার উপর। মঙ্গলবার বৃষ্টি পড়ছে। পিচ ঢাকা। তাই বুধবার সকালে টসের আগে সিদ্ধান্ত নেব যে, তিন পেসার খেলাব না দুই পেসার। আমরা সব বিকল্প খোলা রাখছি।”
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে মাত্র দু’দিন খেলা হয়। তাতেও ম্যাচ জিতে নিয়েছিল ভারত। বেঙ্গালুরুর বৃষ্টি রোহিতদের সামনে কেমন পরিস্থিতি তৈরি করে, সে দিকে নজর থাকবে ভারতীয় সমর্থকদের।