India vs South Africa

ম্যাচ, সিরিজ় সেরা তিলক পেলেন আর একটি পুরস্কার, সাজঘরে পুরস্কৃত করলেন কোচ লক্ষ্মণ

ভারত-দক্ষিণ আফ্রিকার চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিলক। শুক্রবারের ম্যাচের সেরা ক্রিকেটারও তিনি। এ ছাড়া আরও একটি পুরস্কার পেয়েছেন তরুণ ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:৩২
Share:
Picture of Tilak Varma

তিলক বর্মা। ছবি: এক্স (টুইটার)।

প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর ভারতীয় দলের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হয় সাজঘরে। প্রতিটি সিরিজ়ের সেরা ফিল্ডারও পুরস্কার পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের পরও সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা ফিল্ডারদের বেছে নেন টি-টোয়েন্টি দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ।

Advertisement

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের সেরা ফিল্ডারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নেন তিন ক্রিকেটার। অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়াও ছিল সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার নাম। বিজয়ীর নাম ঘোষণার আগে শুভদীপ ডাকেন সুর্যকুমারকে। তাঁকে অনুরোধ করেন কাগজে লেখা বিজয়ীর নাম ঘোষণা করার জন্য।

সূর্যকুমার কাগজটি নিয়ে এগিয়ে যান সঞ্জুর দিকে। তাঁর সঙ্গে করমর্দন করেন। সাজঘরের সকলে বুঝে যান সিরিজ়ের সেরা ফিল্ডার হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু চমক তখনও বাকি ছিল। সঞ্জুর সঙ্গে করমর্দনের পর তিলকের নাম সিরিজ়ের সেরা ফিল্ডার হিসাবে ঘোষণা করেন সূর্যকুমার। ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণ তিলকের গলায় মেডেল পরিয়ে দেন। উল্লেখ্য, তিলক ম্যাচ এবং সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।

Advertisement

শুক্রবার খেলার পর ম্যাচের ইমপ্যাক্ট ফিল্ডারকেও পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কার পেয়েছেন রবি বিশ্নোই। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় দু’টি ক্যাচ ধরার জন্য বিশ্নোইকে বেছে নেন শুভদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement