India vs South Africa

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়েই রোহিতকে বার্তা সূর্য, তিলক, সঞ্জুর! অধিনায়কের কাছে পৌঁছে দিল ভারতীয় বোর্ড

দক্ষিণ আফ্রিকাকে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৫ রানে হারিয়ে মাঠ থেকেই বিশেষ বার্তা দিলেন সূর্যকুমার, তিলক এবং সঞ্জু। টেস্ট ও এক দিনের অধিনায়ক রোহিতকে বার্তা পাঠালেন তিন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৪
Share:
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

দ্বিতীয় বার বাবা হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার তাঁর স্ত্রী রীতিকা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে সূর্যকুমার যাদবের দল। তার পরই গত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় থাকা ক্রিকেটারেরা।

Advertisement

শুক্রবার ১২০ রানের অপরাজিত ইনিংস খেলা তিলক বর্মা ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন রোহিতকে। মাঠ থেকেই হায়দরাবাদের তরুণ ব্যাটার বলেছেন, ‘‘রোহিত ভাই ভীষণ খুশি হয়েছি। এই মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এক বা দু’দিন পর ঘটনাটা ঘটলে আমরা আপনার পাশেই থাকতাম। দ্রুত ফেরার চেষ্টা করছি।’’

টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে রোহিত অবসর নেওয়ার পর ২০ ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার। একই ভিডিয়োয় তিনি রোহিতকে পাঠানো বার্তায় বলেছেন, ‘‘আমাদের এ বার ছোট প্যাড, আর্ম গার্ড, ব্যাট নিয়ে তৈরি থাকতে হবে। ছোট্ট এক জন চলে এসেছে।’’ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে শতরান করা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনও বার্তা পাঠিয়েছেন রোহিতকে। তিনি ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘বড় ভাই এবং তাঁর পরিবারের জন্য দারুণ খুশির খবর। আমরাও খুব খুশি হয়েছি।’’ তিন ক্রিকেটারের পাঠানো ভিডিয়ো বার্তা সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে সম্ভবত খেলবেন না রোহিত। তাঁর পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement