ভারতের টেস্ট দল। — ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টে জয়ে ফেরার লক্ষ্যে দলে তিন বদল আনল ভারত। বেশির ভাগ বদল সম্পর্কে আগেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। সেই বদলই হল দলে।
ব্যাটিং বিভাগে একটি, পেস বিভাগে একটি এবং স্পিন বিভাগে একটি পরিবর্তন হয়েছে। ব্যাটিং বিভাগে প্রত্যাশামতোই বাদ পড়েছেন কেএল রাহুল। তাঁর জায়গায় চোট সারিয়ে ফিরে এসেছেন শুভমন গিল। শুভমন সম্পর্কে ভারতের কোচ বলেছেন, “শেষ ম্যাচে শুভমনের চোট ছিল। তার জন্যই প্রথম টেস্টে খেলতে পারেনি শুভমন। ও ভাল ফর্মে রয়েছে। তবে আমরা এখনও প্রথম একাদশের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিইনি। কাল ঠিক করব। যে দলই হোক না কেন, তারা মাঠে নামবে ম্যাচটা জিততেই।”
রাহুলকে বাদ দেওয়ার পক্ষে অনেকেই যুক্তি দিয়েছিলেন। যদিও বুধবার গম্ভীর রাহুলের পাশে দাঁড়িয়ে পাল্টা বলেছিলেন, “সমাজমাধ্যমের কোনও গুরুত্ব আমাদের কাছে নেই। সমাজমাধ্যম বা বিশেষজ্ঞেরা কী বলছে তার উপর আমরা দল তৈরি করি না। টিম ম্যানেজমেন্ট যেটা ভাল মনে করে সেটাই করে। আমাদের কাছে সেটাই গুরুত্বপূর্ণ। দিনের শেষে প্রত্যেককেই সমালোচিত হতে হয়। আমার মতে রাহুল ভাল ব্যাট করছে। কানপুরে ভাল খেলেছে। কঠিন উইকেটে পরিকল্পনা অনুযায়ী খেলেছে। বড় রান সময়ের অপেক্ষা।” শেষ পর্যন্ত রাহুলকে বাদই দেওয়া হল।
পেস বিভাগে মহম্মদ সিরাজের জায়গায় এসেছেন বাংলার বোলার আকাশ দীপ। ঘরের মাঠে টেস্টে সিরাজের অবস্থা শোচনীয়। আগের ম্যাচে কোনও দাগ কাটতে পারেননি। সে জায়গায় আকাশ লাল বলে অনেক বেশি কার্যকরী বলে বিশেষজ্ঞদের মত।
স্পিন বিভাগে কুলদীপ যাদবের জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম টেস্টের পরেই তাঁকে দলে নেওয়া হয়েছিল। দ্বিতীয় টেস্টেই প্রথম একাদশে সুযোগ পেলেন তিনি। তাঁকে নিয়ে গম্ভীর বলেছিলেন, ““নিউ জ়িল্যান্ড দলে অনেক বাঁ হাতি ক্রিকেটার রয়েছে। আমাদের এমন এক জনকে দরকার ছিল যে বাঁ হাতি ব্যাটারদের ক্ষেত্রে বলটা বাইরে নিয়ে যেতে পারবে। ওয়াশিংটন সব সময়েই ভাল বিকল্প।”