সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
রবিবারের ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। এমনিতেই বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মধ্যে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ় নিয়ে আগ্রহ কম ছিল। তার উপর ভারত পাঁচ ম্যাচের সিরিজ়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় রবিবার ম্যাচের গুরুত্ব কমে যায়। সেই ম্যাচে ভারতীয় ব্যাটারদের মন খুলে খেলার কথা বলেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ভারতের ইনিংস শেষ হয়ে গেল ১৬০ রানে।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। ভারত অধিনায়ক সূর্যকুমার জানিয়েছিলেন যে, টস জিতলে তিনি আগে বল করতেন।ম্যাচের আগে বৃষ্টি হয়েছিল। ফলে বোলারদের সাহায্য পাওয়ার সুযোগ ছিল। দুই অধিনায়কের মাথাতেই সেটা ছিল। আগে বল করার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন অস্ট্রেলিয়ার বোলারেরা।
যশস্বী জয়সওয়াল (২১) এবং রুতুতাজ গায়কোয়াড় (১০) মিলে জুটিতে ৩৩ রানের বেশি করতে পারেননি। প্রথমে যশস্বী তার পর রুতুরাজ আউট হন। তাঁরা অল্প রানে ফিরে যাওয়ায় বড় দায়িত্ব ছিল শ্রেয়স আয়ারের কাঁধে। সেটাই পালন করলেন অভিজ্ঞ ব্যাটার। ৩৭ বলে ৫৩ রান করেন তিনি। কিন্তু শ্রেয়সের চাপ বৃদ্ধি করেছিলেন সূর্য (৫) এবং রিঙ্কু সিংহ।(৬)।
শ্রেয়সের সঙ্গে থেকে ভারতকে ১৬০ রানে পৌঁছে দেওয়ার কাজটি করেন জিতেশ শর্মা (২৪) এবং অক্ষর পটেল (৩১)। প্রথম শ্রেয়সের সঙ্গে জিতেশ ৪৭ রানের জুটি গড়েন। পরে অক্ষরের সঙ্গে শ্রেয়স যোগ করেন আরও ৪৬ রান। তাঁরা ফিরে যাওয়ার পর শ্রেয়সও আউট হয়ে যান। ফলে বেঙ্গালুরুতে ভারতের ইনিংস থেমে যায় ১৬০ রানে।