অর্জুন তেন্ডুলকর। —ফাইল চিত্র।
বিজয় হজারে ট্রফিতে গোয়াকে উড়িয়ে দিল বাংলা। অভিমন্যু ঈশ্বরনকে ছাড়াই খেলতে নেমে বড় জয় পেল তারা। গোয়ার হয়ে খেলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। বাঁহাতি পেসার অলরাউন্ডার দলকে জয় এনে দিতে পারেননি। ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে বাংলা। নক আউট পর্বে ওঠার রাস্তা কিছুটা সহজ হল তাদের।
রবিবার বিজয় হজারেতে প্রথমে ব্যাট করে গোয়া। কিন্তু ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় তাদের ইনিংস শেষ হয়ে যায় ১০৬ রানে। বাংলার দুই পেসার আকাশ দীপ এবং মহম্মদ কইফ মিলে ৬ উইকেট তুলে নেন। কইফ সম্পর্কে মহম্মদ শামির ভাই। ৩২ রানের মধ্যে ৫ উইকেট হারায় গোয়া। গোয়ার ব্যাটিংয়ের লেজকেও বেশি ক্ষণ ক্রিজে টিকতে দেয়নি বাংলার বোলারেরা। শাহবাজ় আহমেদ এবং করণ লাল মিলে তোলেন চার উইকেট। ২৯ ওভারের মধ্যে গোয়ার ইনিংস শেষ হয়ে যায়।
চোটের কারণে অভিমন্যু না খেলায় বাংলার হয়ে এ দিন অভিষেক পোড়েলের সঙ্গে ওপেন করেন হাবিব গান্ধী। তাঁরা দু’জনে মিলে ৫৭ রানের জুটি গড়েন। অভিষেক ২০ রান করে আউট হয়ে গেলেও টিকে ছিলেন হাবিব। তবে তিনিও শেষ পর্যন্ত থাকতে পারেননি। ৪৮ রান করে আউট হয়ে যান হাবিব। তাঁর উইকেটটি নেন অর্জুন। সচিন-পুত্র রবিবার ৭.৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। বাংলা ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়।
গ্রুপ ই-তে শীর্ষ স্থানে রয়েছে বাংলা। ৫ ম্যাচে তারা পেয়েছে ১৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মধ্যপ্রদেশও ৫ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে। তবে রবিবার তারা খেলছে তামিলনাড়ুর বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে মধ্যপ্রদেশ শীর্ষে উঠে যাবে। পঞ্জাব রয়েছে তৃতীয় স্থানে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে তারা। তামিলনাড়ু ৪ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। রবিবার তারা জিতলে ১৬ পয়েন্ট পেয়ে যাবে। তখন নেট রানরেটে লড়াই হবে। এই চার দলের মধ্যেই এখন লড়াই নক আউট পর্বে ওঠার।