নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করার পথে সূর্য। ছবি: আইসিসি
ইনিংসের শেষ বলে ছক্কা মেরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন সূর্যকুমার যাদব। সেই সঙ্গে দলের রান পৌঁছেছে ১৭৯-তে। কিন্তু ভারতীয় দলের ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হচ্ছিল, ব্যাটারদের শট মারতে সমস্যা হচ্ছে। বল উইকেটে পড়ে কিছুটা থামছে। সেই পিচে তিনি কী ভাবে মাত্র ২৫ বলে অর্ধশতরান করলেন, তার রহস্য ফাঁস করলেন সূর্য নিজেই।
ইনিংসের বিরতিতে সূর্য বলেন, ‘‘আমি যখন ব্যাট করতে যাই, তখন কোহলি আমাকে বলে নিজের স্বাভাবিক খেলা খেলতে। পিচের কথা না ভাবতে। তাই আমি নিজের স্বাভাবিক খেলা খেলেছি। বল অনুযায়ী শট খেলেছি।’’
অর্ধশতরানের জন্য কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন সূর্য। তাঁর মতে, কোহলি থাকায় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল। সূর্য বলেছেন, ‘‘কোহলি দুর্দান্ত ব্যাট করছিল। ও থাকায় আমার চাপ কমে গিয়েছিল। ঠান্ডা মাথায় নিজের খেলা খেলেছি। কোহলির সঙ্গে খেলতে আমি খুব ভালবাসি। এই ম্যাচেও খুব ভাল জুটি হয়েছে আমাদের। পরিবারের সামনে অর্ধশতরান করতে পেরে আরও ভাল লাগছে।’’
অর্ধশতরান করলেও এই পিচে ব্যাট করা সহজ নয় বলেই জানিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। সূর্য বলেছেন, ‘‘পিচে দু’রকমের গতি রয়েছে। কোনও বল তাড়াতাড়ি আসছে। কোনও বল আবার একটু থেমে আসছে। তাই সব বলে বড় শট খেলা যাবে না। এই উইকেটে আমরা অনেক রান করেছি।’’
সূর্য যখন ব্যাট করতে নামেন তখন ভারতের রান ১২ ওভারে ৮৪। সময় নষ্ট করেননি তিনি। প্রথম বল থেকেই বড় শট খেলার চেষ্টা করতে থাকেন। উইকেটের পিছনে তাঁর পরিচিত শট বেশ কয়েক বার দেখা যায়। কব্জিকে ব্যবহার করে সহজেই দৌড়ে রান নিচ্ছিলেন। শেষ বলে ছক্কা মেরে অর্ধশতরান করেন সূর্য। কোহলির সঙ্গে ৪৮ বলে ৯৫ রানের জুটি বাঁধেন সূর্য।