Shakib Al Hasan

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ মাঠে নামার আগেই পিছিয়ে পড়লেন শাকিব

আগেই শাকিবকে ছুঁয়ে ফেলেছিলেন সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সুযোগেই ভেঙে দিলেন বাংলাদেশ অধিনায়কের বিশ্বরেকর্ড। রবিবার আবার বিশ্বরেকর্ডটি নিজের দখলে আনার সুযোগ পাবেন শাকিব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৯:২৭
Share:

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শাকিবকে পিছনে ফেললেন সাউদি। ছবি: টুইটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাঠে নামেনি বাংলাদেশ। অথচ পিছিয়ে পড়লেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর হাত ছাড়া হল বিশ্বরেকর্ড। এগিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার টিম সাউদি।

Advertisement

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা হারালেন শাকিব। কেকেআরের প্রাক্তন অলরাউন্ডারকে শীর্ষচ্যুত করলেন কেকেআরের এখনকার জোরে বোলার সাউদি। শনিবার অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করে শাকিবকে ছাপিয়ে যান সাউদি। শেষ পর্যন্ত ম্যাচে ৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট নিউজ়িল্যান্ডের জোরে বোলারের উইকেট সংখ্যা হল ১২৫। শাকিবের ঝুলিতে রয়েছে ১২২টি উইকেট। অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ডের হাত বদল হয়ে গেল।

শাকিবের ১২২টি উইকেট এসেছে ১০৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে। সাউদির ১২৫টি উইকেট এল ১০১টি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই শাকিবের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সুযোগেই ছাপিয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ককে। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সাউদি।

Advertisement

রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। শাকিব কি পারবেন প্রথম সুযোগেই সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড আবার নিজের দখলে আনতে? তাঁর দিকে তাকিয়ে থাকবেন অনেক ক্রিকেটপ্রেমীই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement