T20 World Cup 2022

নিউজ়িল্যান্ডের কাছে লজ্জার হার, একটি বিশেষ কারণে ফিঞ্চের মনে ঢুকে গিয়েছে ভয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৮৯ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে অ্যারন ফিঞ্চদের। এই হারের পরে চাপে পড়ে গিয়েছেন ফিঞ্চ। এখন থেকেই ভয় ঢুকে গিয়েছে তাঁর মনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৮:৩২
Share:

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়া। —ফাইল চিত্র

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৮৯ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে অ্যারন ফিঞ্চদের। এই হারের পরে চাপে পড়ে গিয়েছেন ফিঞ্চ। এখন থেকেই ভয় ঢুকে গিয়েছে তাঁর মনে। নেট রানরেটের ভয়।

Advertisement

ম্যাচ হারের পরে ফিঞ্চ বলেন, ‘‘নেট রানরেট খুব খারাপ জায়গায় আছে। এটা আমাদের কাছে চিন্তার। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামব। সেই ম্যাচে আমাদের নেট রানরেট বাড়ানোর চেষ্টা করতে হবে। না হলে পরে চাপ হয়ে যাবে।’’ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নেট রানরেট -৪.৪৫০। টি-টোয়েন্টিতে এই রানরেট অনেকটাই কম। সেটারই ভয় পাচ্ছেন ফিঞ্চ।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম চার ওভারেই তাঁরা হেরে গিয়েছেন বলে জানিয়েছেন ফিঞ্চ। প্রথম চার ওভারে ৫০ রান তুলে নেয় নিউজ়িল্যান্ড। সেখানেই খেলায় অনেকটা পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। ফিঞ্চ বলেছেন, ‘‘প্রথম চার ওভারেই ওরা খেলা ধরে নিয়েছিল। ফিন অ্যালেন দারুণ খেলেছে। আমাদের উইকেটের দরকার ছিল। কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। তার খেসারত দিতে হয়েছে।’’

Advertisement

এই পরিস্থিতিতে বিশ্বকাপের লড়াইয়ে ফিরতে ভাগ্যের সাহায্য চাইছেন ফিঞ্চ। তিনি বলেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে চার দিন পরে খেলা। আশা করছি সে দিন ভাগ্য আমাদের সঙ্গে থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement