T20 World Cup 2022

গ্রুপ শীর্ষে নিউজ়িল্যান্ড, কত কঠিন হল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার শেষ চারে যাওয়ার অঙ্ক?

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১-এর প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। বৃষ্টির কারণে এই গ্রুপের বেশ কয়েকটি ম্যাচ ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৮:১৪
Share:

তিন ম্যাচ পরে চাপে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (বাঁ দিকে) ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (ডান দিকে)। —ফাইল চিত্র

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ১-এর শীর্ষে নিউজ়িল্যান্ড। শুক্রবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় চার দলই এক পয়েন্ট করে পেয়েছে। তাই গ্রুপ ১-এর পয়েন্ট তালিকায় রদবদল হয়েছে। দেখে নেওয়া যাক, পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে।

Advertisement

নিজেদের তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে নিউজ়িল্যান্ড। আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। তাই তিন ম্যাচে ৫ পয়েন্ট কেন উইলিয়ামসনদের। নেট রানরেটেও অনেক এগিয়ে তারা। তাদের নেট রানরেট +৩.৮৫০।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও তাদের পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। জস বাটলারদের তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৩। নেট রানরেট +০.২৩৯। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও এখনও নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলা বাকি। তাই খুব বেশি স্বস্তিতে নেই ইংল্যান্ড।

Advertisement

সবাইকে চমকে দিয়ে গ্রুপে তিন নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। আফগানিস্তানের সঙ্গে তাদের ম্যাচ ভেস্তে গিয়েছে। তিন ম্যাচে তাদেরও পয়েন্ট ৩। কিন্তু নেট রানরেটে ইংল্যান্ডের নীচে তারা। আয়ারল্যান্ডের নেট রানরেট -১.১৬৯।

আয়ারল্যান্ডের নীচে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের কাছে হারের পরে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। ইংল্যান্ডের সঙ্গে তাদের তৃতীয় ম্যাচ ভেস্তে গিয়েছে। তিন ম্যাচে তাদেরও পয়েন্ট ৩। নেট রানরেটে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নীচে তারা। অস্ট্রেলিয়ার নেট রানরেট -১.৫৫৫।

গ্রুপে পাঁচ নম্বরে শ্রীলঙ্কা। তিন ম্যাচের মধ্যে এক মাত্র একটি ম্যাচই জিতেছে তারা। সেটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের কাছে হেরেছে তারা। তিন ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২। তাদের নেট রানরেট -০.৮৯০।

একেবারে শেষে আফগানিস্তান। তিন ম্যাচে একটিও জেতেনি তারা। শ্রীলঙ্কার কাছে হেরেছেন মহম্মদ নবিরা। পরের দু’টি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ২। নেট রানরেট -০.৬২০। আফগানিস্তানের নেট রানরেট শ্রীলঙ্কার থেকে ভাল হলেও শ্রীলঙ্কার নীচে তারা। কারণ, আফগানিস্তান একটি ম্যাচেও জেতেনি। ২ পয়েন্ট তারা পেয়েছে ম্যাচ ভেস্তে যাওয়ায়। অন্য দিকে শ্রীলঙ্কা একটি ম্যাচ জিতেছে। তাই তারা উপরে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement