শাহিনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। ছবি: টুইটার।
শাহিন আফ্রিদি কি সম্পূর্ণ সুস্থ? টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁ হাতি জোরে বোলারের পারফরম্যান্স দেখে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। এ বার এক ক্রিকেটপ্রেমী ক্যামেরা বন্দি করলেন শাহিনের অস্বস্তি।
পাকিস্তান-জ়িম্বাবোয়ে ম্যাচে শাহিনের রান নেওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেছেন শাকিল শেখ নামে এক ক্রিকেটপ্রেমী। সেই ভিডিয়োয় দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় শাহিনের অস্বস্তি ধরা পড়েছে। দ্বিতীয় রানের জন্য দৌড় শুরুর করার সময় কিছু সমস্যা হয় তাঁর। রান আউটও হয়ে যান তিনি। তাতেই শাহিনের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন আরও বড় হয়েছে।
গত জুলাই মাসে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গিয়ে হাঁটুতে চোট পান শাহিন। চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি বাঁ হাতি জোরে বোলার। শাহিনকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে অস্ত্রোপচার করে সুস্থ হয়ে উঠেছেন শাহিন। লন্ডন থেকেই সোজা অস্ট্রেলিয়ায় এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের হয়ে প্রস্তুতি ম্যাচেও খেলেননি শাহিন। সরাসরি তাঁকে মাঠে নামানো হয় ভারতের বিরুদ্ধে। রোহিত শর্মাদের বিরুদ্ধে চেনা ছন্দে দেখা যায়নি শাহিনকে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ভাল বল করলেও ব্যাট করার সময় ধরা পড়েছে তাঁর অস্বস্তি। পাক ইনিংসের শেষ বলে দৌড়ে ২ রান নিয়ে গিয়ে রান আউট হয়ে যান শাহিন। পাকিস্তান ম্যাচ হেরে যায় ১ রানে। হার বাঁচানোর জন্য দৌড়ে রান নেওয়ার সময়ই পাক জোরে বোলারের অস্বস্তি ধরা পড়েছে।
শাহিনের রান নেওয়ার সময়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন। কেন এ ভাবে শাহিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলানো হচ্ছে, তা নিয়ে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে।