কোহলিকে নিয়ে মুখ খুললেন বিন্নী। ফাইল ছবি
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। দু’টি ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। এর মধ্যে পাকিস্তান ম্যাচে তাঁর ইনিংস ক্রিকেটবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। সেই ম্যাচের পর ভারতের জয় নিয়ে টুইট করলেও কোথাও কোহলির কথা লেখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পরেই কোহলিকে নিয়ে মুখ খুললেন নতুন বোর্ড প্রধান রজার বিন্নী। তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। জানিয়েছেন, বিশ্বকাপে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন কোহলি।
কর্ণাটক ক্রিকেট সংস্থার সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে কোহলিকে নিয়ে বিন্নী বলেছেন, “কারওর কাছে কোহলির কিছু প্রমাণ করার নেই। ও বিশ্বমানের ক্রিকেটার। ওর মতো ক্রিকেটারের আসল রূপ চাপের মধ্যেই বেরিয়ে আসে। চাপে পড়লেই কোহলি নিজের সেরা খেলাটা খেলে।”
রবিবার ম্যাচের দিন সৌরভ টুইট করে লেখেন, “এই রকম জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। বিশ্বকাপের শুরুটা দারুণ হল।” গোটা দলকে প্রশংসায় ভরিয়ে দিলেও সৌরভের টুইটে কোহলিকে নিয়ে কোনও মন্তব্য দেখা যায়নি। লোকেশ রাহুল, রোহিত শর্মারা ফিরে গেলে বিরাটই ভারতকে এগিয়ে নিয়ে যান। তাঁর সঙ্গী ছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি ৩৭ বলে ৪০ রান করেন। কিন্তু আউট হয়ে যান হার্দিক। শেষ অবধি ক্রিজে থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে তবেই সাজঘরে ফেরেন কোহলি।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও কথা বলেছেন বিন্নী। তাঁর প্রতিক্রিয়া, “পাকিস্তান বিরুদ্ধে জয়টা আমার কাছে স্বপ্নের মতো ছিল। ভাবতেই পারিনি যে অত সহজে কোহলি ছক্কা মারবে। অসাধারণ একটা জয় দেখতে পেলাম। ম্যাচের বেশির ভাগ সময়টাই পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ করেই সেটা ভারতের দিকে ঘুরে গেল এবং ভারত ম্যাচ জিতে নিল। এ রকম ঘটনা সচরাচর দেখা যায় না। এ ধরনের ম্যাচই লোকে দেখতে ভালবাসে।”
বছরের শুরুর দিকে বেশ সমস্যায় ছিলেন কোহলি। ব্যাটে একেবারেই রান পাচ্ছিলেন না। আইপিএলেও তাঁকে নিজস্ব ছন্দে দেখা যায়নি। ইংল্যান্ড সফরের পর ক্রিকেট থেকে প্রায় এক মাসের মতো বিরতি নেন। এশিয়া কাপ থেকে আবার স্বাভাবিক ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে কোহলিকে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম শতরান করেছেন। এ ছাড়াও, দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ৪৪ বলে অপরাজিত ৬২ রান করেন। আবার তাঁকে দেখা যাবে রবিবার। পার্থে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও নজিরের দিকে এগোচ্ছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে তাঁর রান ৯৮৯। গড় ৮৯.৯০। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলকে (৯৬৫) টপকে গিয়েছেন তিনি। এখন দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তাঁর রান ১০১৬। অর্থাৎ আর ২৭ রান পিছিয়ে কোহলি। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হওয়ার সুযোগ কোহলির সামনে।