Sunil Gavaskar

রাহুল, বিরাট, রোহিতরা নন, ভারতের হারের জন্য কাকে খলনায়ক বেছে নিলেন গাওস্কর?

গাওস্করের মতে ভারতের জন্য বাংলাদেশ ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের দিন মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে দু’জনকে খেলানোর পরামর্শ দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৪:১৭
Share:

ভারতের হারের কারণ খুঁজে বের করলেন গাওস্কর। ফাইল ছবি।

৪ ওভারে ৪৩ রান! এটাই ভারতের হারের প্রধান কারণ। দক্ষিণ আফ্রিকার কাছে রোহিত শর্মার দলের হারের পর এমনই প্রতিক্রিয়া সুনীল গাওস্করের। বিরাট কোহলি এবং রোহিত শর্মার খারাপ ফিল্ডিংকেও ভারতের হারের কারণের মধ্যে রেখেছেন তিনি।

Advertisement

গাওস্কর কোনও ক্রিকেটারের নাম করেননি। রবিবারের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের স্কোর বোর্ডের দিকে তাকালেই বোঝা যাবে কার কথা বলতে চেয়েছেন গাওস্কর। তিনি রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পারফরম্যান্সে এক দমই খুশি নন প্রাক্তন অধিনায়ক। গাওস্কর বলেছেন, ‘‘এক জন বোলারের ৪৩ রান দেওয়া ভারতের বিপক্ষে গিয়েছে। ক্রিকেটে ক্যাচ ফেলে দেওয়া বা রান আউটের সুযোগ কাজে না লাগাতে পারার ঘটনা প্রায়ই ঘটে। বড় খেলোয়াড়দের ক্ষেত্রেও হয়। এগুলোর জন্য কাউকে খুব বেশি দোষারোপ করা যায় না। একটা দলের হারের জন্য এক জনকে বেছে নিয়ে তার উপর সব দায় চাপিয়ে দেওয়াও ঠিক নয়। অনেক সময় ভাগ্য সঙ্গ দেয় না। তাই বলে এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ ৪৩ রান বিপক্ষকে উপহার দিয়ে দেবে!’’

উল্লেখ্য, অভিজ্ঞ অফ স্পিনার ৪ ওভার বল করে ৪৩ রানে ১ উইকেট নিয়েছেন। দু’দলের ন’জন বোলার ৪ ওভার করে বল করেছেন। তাঁদের মধ্যে সব থেকে বেশি রান দিয়েছেন অশ্বিনই। তাঁর পরে রয়েছেন হার্দিক পাণ্ড্য এবং লুনগি এনগিডি। তাঁরা ৪ ওভারে দিয়েছেন ২৯ রান করে। তাঁরা উইকেট নিয়েছেন যথাক্রমে ১টি এবং ৪টি।

Advertisement

গাওস্করের পরামর্শ, প্রথম একাদশ বাছার সময় আর একটু ভাবনা চিন্তা করুক ভারতীয় দল। বলেছেন, ‘‘যুজবেন্দ্র চহালকে খেলিয়ে দেখা যেতে পারে। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চহালকে খেলানো উচিত। তা হলে পরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে চহাল একটু আত্মবিশ্বাসী থাকতে পারে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে গাওস্কর মোটের উপর সন্তুষ্ট হলেও এক জনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। গাওস্কর বলেছেন, ‘‘আপটন কি রাহুলের সঙ্গে কথা বলছে না? ব্যাটিং কোচ টেকনিক্যাল সমস্যা সমাধান করে দিতে পারে। কিন্তু রাহুলকে দেখে মনে হচ্ছে সমস্যাটা মানসিক। আপটনের উচিত ওর সঙ্গে কথা বলা। রাহুলকে বোঝাতে হবে নিজের দক্ষতা দিয়েই এত রান করেছে আগে। আত্মবিশ্বাসী না থাকার কোনও কারণ নেই ওর।’’

রান না পেলেও প্রথম একাদশ থেকেই রাহুলকে এখনই বাদ দেওয়ার পক্ষে নন গাওস্কর। কারণ হিসাবে প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘দলে কি আর কোনও ওপেনার আছে? বাকিদের কাউকেই আমি ওপেনার মনে করি না। তা হলে রাহুলের সঠিক পরিবর্ত কে হতে পারে? তাই রাহুলকে নিয়ে আর একটু ধৈর্য্য রাখতে হবে। সকলেই জানি রাহুল অত্যন্ত ভাল মানের ব্যাটার। ভাল ছন্দেও রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ মুহূর্তে ব্যাটের মুখ খুলে ভুল করল। প্রথম স্লিপে সহজ ক্যাচ চলে গেল।’’

ওপেনিং জুটি একান্তই বদল করতে হলে রোহিতের সঙ্গে ঋষভ পন্থকে চান গাওস্কর। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে ঋষভকে খেলিয়ে দেখা যেতে পারে। এই ম্যাচটা ভারতের জন্য খুব গুরুত্বপূ্র্ণ। কারণ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ৬ নভেম্বর জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের দিন মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নন গাওস্কর। তাঁর মতে, ভারতের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। গোটা দুয়েক উইকেট দ্রুত পড়ে গেলেও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় দলের। একটা ভাল জুটিই ভারতীয় ইনিংসের চেহারা বদলে দিতে পারে বলে মত ভারতের প্রাক্তন অধিনায়কের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement