T20 World Cup 2022

মহম্মদ শামির মাথায় ঢুকে গিয়েছে বিশ্বকাপ, কিন্তু রোহিতদের দলে সুযোগ মিলবে তো?

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গেলেন মহম্মদ শামি। কিন্তু তিনি ভারতের মূল দলে সুযোগ পাবেন কি না তা নিশ্চিত নয়। শামির প্রতিদ্বন্দ্বী হিসাবে আরও দু’জনের নাম উঠে আসছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৭:৫৬
Share:

বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে মহম্মদ শামিকে? —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপের মূল দলে নাম না থাকলেও স্ট্যান্ডবাই হিসাবে নাম ছিল শামির। কিন্তু যশপ্রীত বুমরা ও দীপক চাহার চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় শামির খেলার সম্ভাবনা বেড়েছে। তবে অস্ট্রেলিয়া গেলেই যে তিনি বিশ্বকাপের মূল দলে সুযোগ পাবেন তা নিশ্চিত নয়। কারণ, শামির প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসছে আরও দুই বোলারের নাম।

Advertisement

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন শামি। সেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়াগামী বিমানে বসে রয়েছেন তিনি। ক্যাপশনে শামি লিখেছেন, ‘‘এ বার বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার পালা।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল সেখানে পেসার হিসাবে বুমরা ছাড়া নাম ছিল হর্ষল পটেল, ভুবনেশ্বর কুমার ও আরশদীপ সিংহের। স্ট্যান্ডবাই হিসাবে শামির সঙ্গে ছিলেন চাহার। বুমরা ছিটকে যাওয়ায় শামি ও চাহারের মধ্যে কোনও এক জনের মূল দলে ঢোকার কথা ছিল। তার পরে চাহার ছিটকে যাওয়ায় শামি সরাসরি দলে ঢুকে যেতে পারতেন। কিন্তু বুমরার পরিবর্ত এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

Advertisement

দুই বোলার চোট পাওয়ায় শামি ছাড়াও মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ়ের সেরার পুরস্কার পেয়েছেন সিরাজ। শার্দুল আবার বল করার পাশাপাশি ব্যাটটাও ভাল করতে পারেন। অন্য দিকে দীর্ঘ দিন ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেননি শামি। আইপিএলের পর থেকে আর মাঠে নামেননি। তার মধ্যে কয়েক দিন আগে করোনা আক্রান্তও হয়েছিলেন। তাই অস্ট্রেলিয়ায় উড়ে গেলেও তিনি রোহিত শর্মাদের দলে সুযোগ পাবেন কি না তা নিশ্চিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement