Womens Asia Cup 2022

১ রানের জন্য শনিবার হচ্ছে না ভারত-পাকিস্তান, এশিয়া কাপের ফাইনালে হরমনপ্রীতদের সামনে শ্রীলঙ্কা

মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠতে পারল না পাকিস্তান। সেমিফাইনালে তাদের ১ রানে হারাল শ্রীলঙ্কা। শনিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৬:০৬
Share:

ফাইনালে ভারত-শ্রীলঙ্কা। —ফাইল চিত্র

টান টান ম্যাচে শেষ পর্যন্ত হার মানল পাকিস্তানের মহিলা দল। সেমিফাইনালে তাদের ১ রানে হারাল শ্রীলঙ্কা। ফলে শনিবার ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে না। পাকিস্তানের বদলে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবেন হরমনপ্রীত কৌররা।

Advertisement

প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে শ্রীলঙ্কা। অনুষ্কা সঞ্জীবনী ২৬ ও হর্ষিতা মাদবী ৩৫ রান করেন। রান পাননি অধিনায়ক চামারি আতাপাত্তু। পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন নাসরা সন্ধু।

রান তাড়া করতে নেমে অধিনায়কের ইনিংস খেললেন বিসমা মারুফ। পাকিস্তানের ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাঁকে বাকিরা সঙ্গ দিতে পারেননি। বিসমা ৪২ রান করে আউট হয়ে গেলে চাপে পড়ে যায় পাকিস্তান।

Advertisement

শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য ৯ রান দরকার ছিল। ভাল বল করেন অচিনি কুলসূর্য। একের পর এক ইয়র্কার বল করছিলেন তিনি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৩ রান। ২ রান নিলে খেলা টাই হত। কিন্তু রান আউট হয়ে যান নিদা। ম্যাচ হারে পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement