পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন কোহলি। ছবি: বিসিসিআই
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পরে সারা বিশ্বের অনেক ক্রিকেটার প্রশংসা করেছেন বিরাট কোহলির। সেই তালিকায় এ বার যুক্ত হল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শুভেচ্ছা জানাল কোহলিকে।
ভারত-পাকিস্তান ম্যাচের পরে একটি টুইট করে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। সিংহাসনে বসে থাকা কোহলির একটি ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে, ‘‘রাজা ফিরে এসেছে। বিরাট কোহলিকে কুর্নিশ।’’
কোহলির ইনিংসে মুগ্ধ ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এটা তাঁর দেখা সেরা ইনিংস। শুধু কোহলির নয়, এই ইনিংসকে কোনও ভারতীয় ব্যাটারের করা সেরা ইনিংস বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, কোহলি যে কী করতে পারেন সেটা এই ম্যাচে তিনি দেখিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে কোহলিকে কাঁধে তুলে ঘোরাতে দেখা গিয়েছে রোহিতকে।
কোহলির ইনিংসের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও। তিনি জানিয়েছেন, কোহলি হ্যারিস রউফকে যে দু’টি ছক্কা মেরেছেন তা ক্রিকেটে অমর হয়ে থাকবে। রান তাড়া করতে নেমে আগেও অনেক ম্যাচে ভারতকে জিতিয়েছেন কোহলি। কিন্তু মাঝে একটা সময়ে তাঁর ব্যাটে খরা চলছিল। আবার তাঁর ব্যাট থেকে রান আসছে। সেই কারণেই পাকিস্তানকে হারানোর পরে কোহলিকে কুর্নিশ জানিয়েছে আইসিসি।