T20 World Cup 2022

পাকিস্তান ফাইনালে উঠতেই ডিগবাজি খেলেন শোয়েব আখতার

বাবররা জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হারতেই পাকিস্তান নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন আখতার। এর পর সেমিফাইনালে তাঁদের ওঠা লটারি জেতার মতোই মনে করেছিলেন। কিন্তু ফাইনালে উঠতেই ডিগবাজি খেলেন শোয়েব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ২০:৪০
Share:

পাকিস্তান দলের প্রশংসা করেন শোয়েব। —ফাইল চিত্র

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠার যোগ্যতা নেই বলেছিলেন শোয়েব আখতার। কিন্তু বাবর আজ়মরা ফাইনালে উঠতেই পাল্টে গেলেন পাকিস্তানের প্রাক্তন পেসার। তিনি এ বার হুঙ্কার দিতে শুরু করলেন ভারতকে। রোহিত শর্মাদের ফাইনালে চাইছেন শোয়েব।

Advertisement

পাকিস্তান দলের প্রশংসা করে শোয়েব বলেন, “খুব ভাল পাকিস্তান, খুব ভাল। ঈশ্বরের আশীর্বাদ পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দিয়েছে। আমাদের অভ্যেস আছে ফিরে আসা। পাকিস্তান খুব ভাল ব্যাট করেছে। নিউজ়িল্যান্ডের আগে বল করা উচিত ছিল। ওরা পিচটা বুঝতে পারেনি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছিল মেলবোর্নে ভারতের বিরুদ্ধে হেরে। রবিবার ফাইনাল সেই মেলবোর্নেই। সেই মাঠে রোহিতদের বিরুদ্ধে নামতে চাইছেন বলে জানিয়েছেন পাকিস্তানের কোচ ম্যাথু হেডেন। একই মত প্রাক্তন পেসার আখতারেরও। তিনি বলেন, “আমরা মেলবোর্নে তোমাদের জন্য অপেক্ষা করছি ভারত। তোমাদের জন্য শুভেচ্ছা রইল। আমি চাই আরও এক বার ভারত বনাম পাকিস্তান ফাইনাল হোক। এটার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করছে।”

Advertisement

সেমিফাইনালের আগে যদিও বাবরদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন আখতার। বলেছিলেন, ‘‘আমার মনে হয়, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরে পাকিস্তানের শেষ চারে যাওয়ার কোনও যোগ্যতা ছিল না। বাবররা লটারি জিতেছে। বাংলাদেশের সমর্থকরা খুব ভাল। কিন্তু আমাদের এই বিশ্বকাপ জেতাটা খুব দরকার। ভারতকে আরও এক বার আমাদের সামনে চাই।’’

গ্রুপ পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচের পর একটি ভিডিয়োয় নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন আখতার। তিনি বলেছিলেন, ‘‘পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। খাতায়কলমে সুযোগ থাকলেও এটাই সত্যি। খুব হতাশ লাগছে। কষ্ট হচ্ছে। পাকিস্তান যে এ ভাবে হারবে সেটা ভাবতে পারিনি। এখন পাকিস্তানকে বাকিদের উপর নির্ভর করতে হবে। এ হারবে, ও জিতবে। তবেই সেমিফাইনালে যাব। সেটা হয় না। নিজের ক্ষমতায় যেতে হবে। তার জন্য ভাল খেলতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement