খারাপ ফর্মের কথা ভাবতে চাইছেন না রিজ়ওয়ান। ছবি: পিটিআই
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতের কাছে। সেই ম্যাচে মাত্র ৪ রান করে আউট হয়ে যান মহম্মদ রিজ়ওয়ান। গ্রুপ পর্বে কোনও অর্ধশতরান ছিল না তাঁর ব্যাটে। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রিজ়ওয়ান ম্যাচ জেতানো ৫৭ রানের ইনিংস খেললেন। পাকিস্তানকে ফাইনালে তুলে এখন আর প্রতিযোগিতার প্রথম দিকের খারাপ ফর্মের কথা ভাবতে চাইছেন না রিজ়ওয়ান।
বুধবার সেমিফাইনালে ৭ উইকেটে জিতল পাকিস্তান। ম্যাচ জিতিয়ে রিজ়ওয়ান বলেন, “প্রতিযোগিতায় আমাদের শুরুটা ভাল হয়নি, কিন্তু দলের কেউ নিজেদের উপর থেকে বিশ্বাস হারাইনি।”
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বল করে কেন উইলিয়ামসনদের ১৫২ রানে আটকে দেন শাহিন শাহ আফ্রিদিরা। সেই রান তাড়া করতে নেমে বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানই পাকিস্তানকে জয়ের জন্য শক্তি জমি তৈরি করে দেন। রিজ়ওয়ান বলেন, “পাওয়ার প্লে শেষ হতে আমরা ঠিক করি অন্তত এক জন শেষ পর্যন্ত ব্যাট করব। কারণ এই পিচে ব্যাট করা খুব সহজ নয়।”
বিশ্বকাপ সেমিফাইনালে অর্ধশতরান করে রিজ়ওয়ান বলেন, “এটা সৌভাগ্যের যে অর্ধশতরানটা সেমিফাইনালে এসেছে। বাবর এবং আমি কঠিন পরিশ্রম করেছি। নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। লড়াই চালিয়ে গিয়েছি। নতুন বোলারদের আক্রমণ করব সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা।”
এক সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল পাকিস্তানের। সেই পাকিস্তানই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল নিউজ়িল্যান্ডকে উড়িয়ে দিয়ে। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের দল হারল ৭ উইকেটে। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ড্যারিল মিচেল অর্ধশতরান করেন। জবাবে মহম্মদ রিজ়ওয়ান এবং বাবর আজ়মের জোড়া অর্ধশতরানের সৌজন্যে ৭ উইকেট বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।